#কলকাতা: আবহাওয়া খারাপ থাকার জন্য মাছ ধরতে গিয়ে বাংলাদেশ জলসীমার মধ্যে ঢুকে পড়ে ভারতের ৩২টি ট্রলার। মাছ ধরতে গিয়ে বাংলাদেশে ট্রলারগুলি চলে যাওয়ায় চিন্তা শুরু হয় সকলের। ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৎস্যজীবীদের ফেরাতে নবান্ন থেকে বাংলাদেশে যোগাযোগ করা হয়। বাংলাদেশ সরকারের তরফ থেকে জানানো হয় মৎস্যজীবীরা নিরাপদেই আছেন।
এবার মৎস্যজীবিদের দেশে ফেরাতে নিজেদের মধ্যে কথা বলছে বিএসএফ ও বিডিআর। আবহাওয়া একটু ভাল হলেই ফেরানো হবে ৩২টি ট্রলার-সহ মৎস্যজীবিদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।