কলকাতা: ১০ মার্চের ধর্মঘটের অনুপস্থিতির কারণে লাগাতার শোকজ চলছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে শিক্ষক-শিক্ষিকাদের। গত ২৫ শে মার্চ পর্যন্ত সেই সংখ্যা ছিল ২২৮৫৬ জন। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় ২৯ হাজারের কাছাকাছি।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ১০ই মার্চের ধর্মঘটে অনুপস্থিতির কারণে এখনও পর্যন্ত ২৮ হাজার ৭০৪ জন শিক্ষক শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। সাত দিনের মধ্যে উত্তরও দিতে বলা হয়েছে।
আরও পড়ুন- ভিড়ের মধ্যে থেকে আওয়াজ, 'এই চোর'! আসলে তিনি তৃণমূল বিধায়ক! তারপর যা ঘটল...
সাম্প্রতিক সময়ে ধর্মঘটের কারণে অনুপস্থিতির জন্য এত সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে শোকজ করার ঘটনা কার্যত নজির নেই বলেই দাবি পর্ষদের আধিকারিকদের। সাত দিনের মধ্যেই অনুপস্থিতির কারণ উল্লেখ করে উত্তর চেয়ে পাঠানো হয়েছে এত সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের থেকে।
পর্ষদ সূত্রে খবর, লাগাতার ডিআইরা যে রিপোর্ট পাঠাচ্ছেন সেই পরিপ্রেক্ষিতেই শোকজ করা শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা বেড়ে যাচ্ছে।।
তবে বুধবার পর্যন্তই শোকজের চিঠি শেষ ইস্যু করা হল বলেই পর্ষদ সূত্রে খবর। এর মধ্যে সব থেকে বেশি নদীয়া জেলা শিক্ষক শিক্ষিকাদের শোকজ করা হয়েছে। ১০ মার্চের ডিএ ইসুকে কেন্দ্র করে ধর্মঘটের অনুপস্থিতিদের তালিকা বিভিন্ন জেলার ডি আই রা পাঠিয়েছিল পর্ষদ কে। সেই পরিপ্রেক্ষিতে এত সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে শোকজ বলেই পর্ষদ সূত্রে খবর।
নদীয়া জেলার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ জেলাতেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক-শিক্ষিকাদের শোকজ করা হয়েছে। গত ১০ই মার্চ ডিএ ইসুকে কেন্দ্র করে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল। আর সেই কর্মবিরতিতে অনুপস্থিত থাকা শিক্ষক-শিক্ষিকাদের শোকজ করার প্রক্রিয়া কার্যত শেষ করল পর্ষদ।
আরও পড়ুন- স্কুলে ম্যানেজিং কমিটির মেয়াদ বাড়ল ১৫ জুলাই পর্যন্ত
ইতিমধ্যেই শোকজের উত্তর ডিআইদের কাছে জমা পড়তেও শুরু করেছে। তবে এর পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানা গেছে পর্ষদ সূত্রে।
পর্ষদ আধিকারিকদের দাবি রাজ্য অর্থ দপ্তরের নির্দেশিকা মেনেই এই শোকজ করা হচ্ছে। তবে অর্থ দপ্তরের নির্দেশিকা মোতাবেক সকল এর উত্তর যথাযথ না হলে বিভাগীয় তদন্তের মুখে পড়তে পারে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।