West Bengal Election 2021: রাত পোহালেই প্রথম দফা, জানুন বাংলার কোন জেলার কোন আসনে ভোট

Last Updated:

শনিবার যে আসনগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, তার মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে যেমন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, তেমনই বেশ কয়েকজন তারকা প্রার্থীও অগ্নিপরীক্ষা দেবেন।

কলকাতা: একটি দুটি নয়, আট দফার নির্বাচন। রাত পোহালেই রাজ্য়ে শুরু হতে চলেছে ভোট গ্রহণ পর্ব। ২৯৪ কেন্দ্রে মধ্যে প্রথম দফায় ভোটগ্রহণ হবে ৩০ টি আসনে। দ্বিতীয় দফাতেও ৩০ টি আসনে ভোট। পরে ধাপে ধাপে ভোটপিছু আসন সংখ্যা বাড়ানো হয়েছে। এই আট দফায় ভোটের সিদ্ধান্তের সমালোচনা করলেও কমিশনকে স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ মার্চ যে আসনগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, তার মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে যেমন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, তেমনই বেশ কয়েকজন তারকা প্রার্থীও অগ্নিপরীক্ষা দেবেন।
শনিবার ভোটের ঘণ্টা বাজতেই প্রথম যুদ্ধে নামবে রাজ্যের পাঁচটা জেলা। এর মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া। দেখে নেওয়া যাক কোন কোন বিধানসভা কেন্দ্রে এই দিন নির্বাচন অনুষ্ঠিত হবে-
advertisement
পূর্ব মেদিনীপুর- কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, পটাশপুর, ভগবানপুর, খেঁজুরি (সং), রামনগর, এগরা।
advertisement
ঝাড়গ্রাম- বিনপুর (সং), নয়াগ্রাম (সং) গোপিবল্লভপুর, ঝাড়গ্রাম
বাঁকুড়া- রাইপুর(সং), রানিবাঁধ (সং), ছাতনা, শালতোড়া
পশ্চিম মেদিনীপুর- দাঁতন, কেশিয়ারি (সং), খড়্গুর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর।
পুরুলিয়া- বাঘমুণ্ডি, বলরামপুর, বান্দোয়ান, জয়পুর, পুরুলিয়া, মানবাজার(সং), কাশিপুর, পাড়া (সং), রঘুনাথপুর।
প্রথম দফার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্যে ইতিমধ্যেই ৭২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। এই দফায় ভোট হবে মোট ১০২৮৮ টি বুথে। প্রতিটি বুথে যাতে কেন্দ্রীয় বাহিনী  ঠিকমতো ব্যবহার হয় তা নিশ্চিত করতে তিনজন বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীকে সাহায্য করবে ১১ হাজারের বেশি রাজ্য পুলিশ। বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানিয়েছেন, যে সব কেন্দ্রে তিন চারটি বুথ সেখানে ৮ কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। পাঁচ থেকে আটটি বুথের কেন্দ্রে ১২ জনের বাহিনী থাকবে। আর ১৫টি বুথের ভোট কেন্দ্রে দায়িত্ব নেবেন ১৬ জনের বাহিনী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Election 2021: রাত পোহালেই প্রথম দফা, জানুন বাংলার কোন জেলার কোন আসনে ভোট
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement