লালনের সুরে সুর মেলাবে এবার দমদম সংশোধনাগারের ২৫ জন বন্দী

Last Updated:
#কলকাতা: দেশ যখন এনআরসি আর সিএএ নিয়ে উত্তাল, তখন দমদম সংশোধনাগার ২৫ জন বন্দীকে নিয়ে মানবতার সুর বাঁধল ৷ ছ’মাসের কঠোর পরিশ্রম, অধ্যাবসায়, রিহার্সেল দেওয়ার পর বন্দীরা বাংলার বাউল লালন ফকিরের একটা নাটক তৈরি করে। নাটকের পরিচালক থিয়েটার ট্রাভেলার নামে একটি নাট্যদলের কর্মী সম্রাট বোস। তিনি বলেন " লালন ফকির শত বছর আগেও মনুষ্যত্বকে মানুষের উপর স্থান দিয়েছিলেন। তাই এই মানবিকতার প্রচারের জন্যই লালন ফকির নাটক তৈরি করা।"
লালন ফকির(১৭৭৪-১৮৯০) তাঁর জীবদ্দশায় অনেক বাউল গান লিখেছেন এবং গেয়েছেন। ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। বালক বয়সেই তাঁর বিয়ে হয়ে যায়। খুব ছোট বয়সে তীর্থ ভ্রমণে গিয়ে তিনি বসন্ত রোগে আক্রান্ত হন। সেই সময় তাঁর সঙ্গী তাঁকে একলা ফেলে পালিয়ে যায়। এক মুসলমান ফকির সিরাজ সাঁই তাকে মৃত্যুমুখ থেকে তুলে নিয়ে আসে নিজের বাড়িতে এবং সেবা-যত্ন ও ওষুধ দিয়ে তাকে সুস্থ করে তোলে। সুস্থ হওয়ার পর লালন ফিরে আসে তার নিজের বাড়িতে কিন্তু তার বউ এবং আত্মীয়-স্বজনরা তাকে মেনে নেয় নি। কারণ তিনি অনেকদিন মুসলমানদের সংস্পর্শে ছিলেন বলে।  পুনরায় সিরাজ সাঁই এর কাছে ফিরে যান লালন। এবং তাঁর কাছেই বাউল ঘরানা-তে নিজেকে সঁপে দেন। গুরুর মৃত্যুর পর লালন কালিগঙ্গা নদীর ধারে ছেউড়িয়া-তে নিজের আখড়া প্রতিষ্ঠা করে এবং গান তৈরিতে নিজেকে নিয়োজিত করে ৷ লালনের কোনও প্রতিষ্ঠানিক শিক্ষা ছিল না। কিন্তু ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানবিকতার গানই তিনি তৈরি করেছেন।
advertisement
দমদম সংশোধনাগারে অনুষ্ঠিত নাটকটিতে বসন্তের পর থেকে লালন সাঁই এর জীবন কাহিনী ধরা হয়েছে। পরিচালক বলেন, " নাটকটিতে দু’জন অভিনেতা লালনের চরিত্রে অভিনয় করেছেন। একজন কমবয়সী লালন চরিত্রে অভিনয় করেছেন পীযূষ ঘোষ এবং পরিণত বয়সের  লালনের চরিত্রে অভিনয় করেছেন তুহিন রায়।"
advertisement
সম্রাট আরও বলেন, তিনি এই সংশোধনাগারে ২০১৪ সাল থেকে কাজ করছেন। এখানে হিন্দু মুসলমান নারী পুরুষ সব রকম বন্দি রয়েছেন। তারা একসাথে আনন্দের সঙ্গে থাকে। প্রার্থনায় তারা একে অপরকে সাহায্য করে।  একজন জেল আধিকারিক জানান, " লালনের ওপর নাটকটি এখন মঞ্চস্থ করার জন্য তৈরি। জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এটা প্রথম মঞ্চস্থথ করার ইচ্ছে আছে আমাদের।"
advertisement
দমদম সংশোধনাগারের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অরিন্দম সরকার বলেন, " আমরা কখনই আমাদের বন্দীদের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ বিভেদ করিনা। আমরা তাদের একতার কথা বোঝাই সেই জন্যই আমাদের লালনের উপর এই নাটকটি মঞ্চস্থ করার জন্য বন্দীদের উৎসাহিত করেছি।’’
Shalini Datta
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
লালনের সুরে সুর মেলাবে এবার দমদম সংশোধনাগারের ২৫ জন বন্দী
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement