Molestation In Local Train: লোকাল ট্রেনে মহিলার শরীরে হাত ! শ্লীলতাহানির ঘটনা ফেসবুকে লাইভ করে দিলেন যুবতী! তারপর...
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Molestation In Local Train: শ্লীলতাহানিতে ভয় না পেয়ে, ফেসবুকে লাইভ করে দেন মহিলা। চিনিয়ে দেন অভিযুক্তকে। ভিডিওতে ধরা পড়ে ওই ব্যক্তির ভয়ানক কাণ্ড!
#কলকাতা: চলন্ত ট্রেনে মহিলা কামরায় শ্লীলতাহানি অভিযোগ উঠল দমদম স্টেশনে (Molestation In Local Train)। শান্তিপুর থেকে শিয়ালদা যাওয়ার ট্রেনে দমদম স্টেশনের আগে চলন্ত ট্রেনে শ্লীলতাহানি অভিযোগ। ঘটনার সময় ফেসবুক লাইভ করেন ওই মহিলা। ফেসবুক লাইভে ধরা পড়ে অভিযুক্তর ছবি। লিখিত ভাবে অভিযোগ জানিয়েছে শিয়ালদা জিআরপিতে।
জানা গিয়েছে, ট্রেনে মহিলা কামরায় শ্লীলতাহানীর(Molestation In Local Train) শিকার এক তরুণী। বেহালার এই মহিলা (২৪ বয়েস) গতকাল ট্যাটু করবার জন্য শিয়ালদা থেকে ট্রেন ধরে ফুলিয়া যান। সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে তাঁর কাজ শেষ হয়ে যাওয়ার পরে আবার ডাউন শিয়ালদা লোকাল ট্রেন ধরেন। সন্ধ্যেবেলায় ট্রেনের মহিলা কম্পার্টমেন্টে তিনি ওঠেন। ক্লান্ত থাকার জন্য ট্রেনের মধ্যেই তিনি ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙ্গে ভয়ঙ্কর অভিজ্ঞতা দিয়ে ,হঠাৎ তার মনে হয় তার গায়ে কেউ একজন হাত দিচ্ছে। ঘুম ভেঙে তাকিয়ে দেখেন সামনে একজন ব্যক্তি এবং লেডিস কামরায় আর কোন মহিলা নেই ।
advertisement
advertisement
তাঁর গায়ে হাত দিতে থাকে ওই ব্যাক্তি। বাধা দিতে গেলে মহিলাকে(Molestation In Local Train) মারধর করে ওই ব্যক্তি এমনই অভিযোগ মহিলার। তারপর মহিলার কাছ থেকে টাকা চায়। গলায় সোনার চেন আছে কিনা মহিলার গলায় হাত দিয়ে দেখে এই ব্যক্তি ।মহিলা ভয় পেয়ে যায় কারণ তিনি প্রতিদিন যাতায়াত করেন না। কিভাবে সাহায্য চাইবে সেটাও তার মাথায় আসছিল না। সেই সময় তারপর মাথায় বুদ্ধি আসে ফেসবুক লাইভ করলে হয়ত অভিযুক্তকে চিহ্নিতকরণ করা যাবে ।আর যদি কোন সাহায্য পাওয়া যায়।
advertisement
তারপর ওই মহিলা ফেসবুক লাইভ করতে থাকে এবং ফেসবুক লাইভেও ধরা পড়ে সেই অভিযুক্তের (Molestation In Local Train)ছবি ।তারপর ওই ব্যক্তি তরুণীকে আরো কটুক্তি করতে থাকে চলন্ত ট্রেনের মধ্যে তরুণী দিশেহারা হয়ে পড়ে। শেষমেষ শিয়ালদায় যখন পৌঁছেয় তখন ওই ব্যক্তি ট্রেন থেকে পালিয়ে যায়। অসহায় মহিলা কোনরকমে ট্রেন থেকে নেমে শিয়ালদা জিআরপি তে গিয়ে অভিযোগ জানায় এবং তিনি চায় যে দোষীর শাস্তি এবং তিনি ট্রেনে মহিলা সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে । তবে এখনও অভিযুক্তকে ধরা যায়নি।
advertisement
Anup Chakraborty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
January 22, 2022 4:56 PM IST