রাজ্যে ২৪ জন IPS বদলি, বদলির তালিকায় এসপি, ডিআইজি, অ্যাডিশনাল এসপি-রা

Last Updated:

মুর্শিদাবাদ, রানাঘাট, পুরুলিয়ার এসপিদের বদলি, কয়েকটি জেলার অ্যাডিশনাল এসপি-কে বদলি করার নির্দেশিকা জারি হয়েছে।

#কলকাতা: রাজ্যে ২৪ জন আইপিএস বদলি। এসপি, ডিআইজি, অ্যাডিশনাল এসপি র‍্যাঙ্ক-এর অফিসারদের বদলি করার সিদ্ধান্ত নিল নবান্ন। মুর্শিদাবাদ, রানাঘাট, পুরুলিয়ার এসপিদের বদলি, কয়েকটি জেলার অ্যাডিশনাল এসপি-কে বদলি করার নির্দেশিকা জারি হয়েছে। বদলি করা হচ্ছে ১১ জন এসডিপিও-কে। উল্লেখযোগ্য ভাবে পূর্ব মেদিনীপুরের তমলুকের এসডিপিও-কে বদলি করা হল।
সেপ্টেম্বর মাসেই একাধিক আইপিএস অফিসারকে বদলি করে নবান্ন। প্রশাসন সূত্রে জানা যায়, সেটি ছিল রুটিন বদলি। রাজ্যের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই বদলের কথা জানানো হয়। আইপিএস প্রণব কুমারকে রাজ্যের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ইনস্পেক্টর জেনারেল পদে নিয়ে আসা হয়। আগে তিনি রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি-র ইনস্পেক্টর ছিলেন। আইপিএস দেবব্রত দাস এত দিন পর্যন্ত ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ইনস্পেক্টর জেনারেল পদে ছিলেন। তাঁকে নিয়ে আসা হয় রেলের ইনস্পেক্টর জেনারেল পদে। আইপিএস সুনীলকুমার চৌধুরীকে বাঁকুড়া রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল পদ থেকে সরিয়ে সি‌আইডি-র ইনস্পেক্টর জেনারেল করা হয়। আইপিএস মিরাজ খালিদ আগে সিআইডি (অপারেশন)-এর ডেপুটি ইনস্পেক্টর জেনারেল পদে ছিলেন। তাঁকে বাঁকুড়া রেঞ্জের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল পদে আনা হয়। আইপিএস আরিস বিলাল় এত দিন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের বিশেষ ডেপুটি কমিশনার পদে ছিলেন। রদবদলের পর তাঁকে সিআইডি-র স্পেশাল সুপারিন্টেডেন্ট পদে আনা হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যে ২৪ জন IPS বদলি, বদলির তালিকায় এসপি, ডিআইজি, অ্যাডিশনাল এসপি-রা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement