Exclusive: বড় খবর! আবাস যোজনার অধীনে বাড়ি কী ভাবে? ২২ দফার বেশি গাইডলাইন দিল নবান্ন

Last Updated:

জেলাশাসকদের কাছে পাঠানো এই রূপরেখায় পরিষ্কার করে জানানো হয়েছে তালিকা মাফিক অর্থ বরাদ্দের সঙ্গে সঙ্গে ৯০ দিনের মধ্যে বাড়ি নির্মাণের কাজ শেষ করতে হবে।

#কলকাতা:  প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তাদের চূড়ান্ত তালিকা তৈরির সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় গ্রামান্নোয়ন মন্ত্রকের নির্দেশিকা মেনে প্রকল্প রূপায়ণের রূপরেখা তৈরি করে ফেলল রাজ্য। জেলাশাসকদের কাছে পাঠানো এই রূপরেখায় পরিষ্কার করে জানানো হয়েছে তালিকা মাফিক অর্থ বরাদ্দের সঙ্গে সঙ্গে ৯০ দিনের মধ্যে বাড়ি নির্মাণের কাজ শেষ করতে হবে। এ জন্য এখন থেকেই গ্রাম পঞ্চায়েত স্তরে বাড়ি নির্মাণের জন্য ইটভাটা থেকে সরাসরি উপভোক্তাদের ইট সরবরাহের ব্যবস্থা করতে হবে।এ ছাড়াও নির্মাণের জন্য অন্যান্য কাঁচামাল সরাসরি ডিলার বা সাপ্লায়ারের কাছ থেকে কেনার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
নির্মাণের কাজ নজরদারি করতে ব্লক স্তরে কন্ট্রোলরুম চালু করতে হবে।যার লক্ষ্যই হল উপভোক্তাদের বাড়ি নির্মাণ কাজে সহযোগিতা করা। প্রত্যেক মাসে ১০ থেকে ১৫ তারিখ পর্যন্ত আবাস সপ্তাহ করে এই নির্মাণের কাজে তদারকি করতে। উপভোক্তাদের মধ্যে গৃহহীনদের জন্য সরকারি জমি চিহ্নিতকরণের কাজ বিএলএলআরওদের দ্রুত পরিকল্পনা করার নির্দেশ দেওয়া হয়েছে। কাজের অগ্রগতি ব্লক থেকে মহকুমা ও জেলাশাসক স্তরে নিয়মিত পর্যালোচনা করতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন - ঘরের দরজা ভাঙতেই হাড়হিম দৃশ্য, পাড়ার প্রিয় লটারি বিক্রেতার বীভৎস পরিণতি!
বরাদ্দ টাকা খরচের আগে বাড়ি ধরে ধরে জিও ট্যাগিং বাধ্যতামূলক।পরিদর্শনে যাওয়ার সময় জিও ট্যাগিং করতে হবে। ৯০ দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। তিন দফায় এই নির্মাণের টাকা দেওয়া হবে। প্রত্যেক বাড়িতে শৌচালয় করতে হবে। স্বচ্ছ ভারত মিশন বা ন্যারেগার টাকায় এই শৌচালয় তৈরি করে দিতে হবে। বাড়ির চার দিকে বায়ো ফেন্সিং বা গাছ দিয়ে বেড়া দিতে হবে। যাতায়াতের পথ করে দিতে হবে। ১০০ দিনের কর্মসংস্থান প্রকল্পের টাকায় এটা করতে হবে।
advertisement
এ দিকে মুখ্যসচিব আবাস যোজনা নিয়ে জেলাগুলির সঙ্গে বৈঠক করেন। এখনও পর্যন্ত আবাস যোজনার অধীনে ৮৪ শতাংশ নাম অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আগামী দু’দিনের মধ্যেই জেলাগুলিকে দ্রুত অনুমোদনের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় আবাস যোজনার আগের নামের তালিকা থেকে একাধিক নাম বাদ পড়েছে।
তার জন্য খানিকটা সময় বেশি লেগেছে বলেও মতো জেলাশাসকদের একাংশের। তবে আপাতত আবাস যোজনা নিয়ে বাড়ি তৈরীর কাজ শেষ করা কেই টার্গেট হিসেবে রাখছে নবান্নের শীর্ষ মহল। তার জন্যই এই গাইডলাইন বলে মনে করা হচ্ছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Exclusive: বড় খবর! আবাস যোজনার অধীনে বাড়ি কী ভাবে? ২২ দফার বেশি গাইডলাইন দিল নবান্ন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement