আবার পাল্টি বাম থেকে রামে! গেরুয়া খাতায় নাম লেখাচ্ছেন ২২ জন বাম নেতা
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
হলদিয়ার মতো খাসতালুকে বামেদের ভাঙনটা যে এতবড় অনেকেই ভাবতে পারেনি।
#হলদিয়া: একদা বাম দুর্গ বলে পরিচিত ছিল হলদিয়া। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সক্রিয়তায় হলদিয়ার রঙ লালে লাল হয়ে গিয়েছিল ৮০ এর দশক থেকেই। ক্রমে উত্থান হয়েছে লক্ষণ শেঠের। তারপর গোটা রাজ্যের মতো এখানেও ফুরিয়েছে বামেদের সেই স্বপ্নের দিন। একদা সাধের সেই হলদিয়াই এখন কাঁপন ধরাচ্ছে বাম শিবিরে। হলদিয়া সিপিএম-এর বহু চেনেমুখই যাচ্ছেন বিজেপিতে। এখনও পর্যন্ত যা খবর অন্তত ২২ জন বাম নেতা বিজেপিতে যোগ দেবেন।
রামনগরে চলছে বিজেপির যোগদান মেলা। সেখানেই এ দিন হলদিয়ায় বামফ্রন্টে বড়সড় ভাঙন দেখা গেল। | দেখা গেল, বহু চেনা মুখই বাম থেকে রামে যাচ্ছেন। তবে ভাঙণ কাহিনির মূল ট্যুইস্ট এটা নয়। ক্লাইম্যাক্স হল, সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্য শ্যামল মাইতি আজই সদলবলে বিজেপির রাজ্য শিবিরে যাচ্ছেন বিজেপিতে যোগদান করতে।
তাঁর হাত ধরেই বিজেপিতে যোগ দিচ্ছেন নেতা অশ্বিনী জানা | অশ্বিনী জানা আরএসপি রাজ্য কমিটির সদস্য | দলে রয়েছেন সিপিএম এরিয়া কমিটির সদস্য অর্জুন মণ্ডল |
advertisement
advertisement
২০২১ সালের নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করতে যোগদান মেলা আয়োজন করছে বিজেপি। রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে তাতে বহু মানুষ যোগদান করবে এমনটা প্রত্যাশিতই ছিল। কিন্তু হলদিয়ার মতো খাসতালুকে বামেদের ভাঙনটা যে এতবড় অনেকেই ভাবতে পারেনি। এদিকে দিন তিনেক আগেই দলের হাত ছেড়েছে বিদায়ী কাউন্সিলার রিঙ্কু নস্করও। সিপিএম-এর জেলা নেতৃত্ব অবশ্য বলছে, এতে কোনও ক্ষতি হবে না সিপিএম-এর। অতীতে লক্ষণ শেঠও দল ছেড়েছেন। সেই ক্ষত সামলানো গিয়েছে। এই ভাঙনে পার্টি আরও শক্তিশালী হয়েছে। যদিও বিজেপির মত, পিকচার আভি বাকি হ্যায়, এ তো সবে শুরু।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 21, 2020 4:33 PM IST







