আগামীকালের মধ্যেই তুলে নিন প্রয়োজনীয় টাকা, ৩০-৩১ বন্ধ থাকবে রাজ্যের ২১ হাজার ATM
Last Updated:
মাসের শেষ দু-দিন চরম ভোগান্তির আশঙ্কা। চলতি মাসের ৩০-৩১ মে দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের।
#নয়াদিল্লি: বেতনবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে ধর্মঘটের ডাক ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নের ৷ এর জেরে রাজ্যে প্রায় ২১ হাজার এটিএম পরিষেবা বন্ধ ৷ তাই আর দেরী না করে আগামীকালই তুলে রাখুন প্রয়োজনীয় টাকা ৷ কারণ দু’দিন ব্যাঙ্ক ধর্মঘটের জেরে ভোগান্তির মুখে পড়তে হতে পারে ৷
আবারও ব্যাঙ্ক ধর্মঘট। এবার ধর্মঘটের আওতায় আনা হল এটিএমকেও। চলতি মাসের ৩০ ও ৩১ মে ব্যাঙ্ক ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়তে চলেছেন আম-আদমি। ৯টি ব্যাঙ্ক কর্মচারী ইউনিয়নের ডাকে ধর্মঘট ৷
advertisement
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের ডাকে ধর্মঘটে কার্যত অচল হতে চলেছে ব্যাঙ্ক পরিষেবা।
advertisement
রাজ্যস্তরে ধর্মঘট -
৯৮০০ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা বন্ধ
৭০ হাজার ব্যাঙ্ককর্মী বনধে সামিল
বন্ধ প্রায় ২১ হাজার এটিএম
জাতীয়স্তরে ধর্মঘট
কাজ হবে না ৩৫ হাজার শাখায়
সামিল ৮ লক্ষ ব্যাঙ্ককর্মী
বন্ধ ২ লক্ষ ২৫ হাজার এটিএম
advertisement
বেতনবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে বনধের ডাক। ২০১১ সালে ত্রিপাক্ষিক সমঝোতা চুক্তির পর বেতনবৃদ্ধির মতো সিদ্ধান্ত নেওয়ার জন্য তৈরি হয় পৃথক কমিশন। তারপরও বারবার ধর্মঘট করে সাধারণ মানুষের অসুবিধা করা কেন?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 28, 2018 5:14 PM IST