21 July Rally: তৃণমূলের ২১ জুলাই সমাবেশে এসে চিকিৎসা পেলেন হাজার মানুষ, হাসপাতালেও রেফায় শয়ে-শয়ে! কী ঘটল?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Onkar Sarkar
Last Updated:
21 July Rally: শহিদ দিবসে যোগ দিতে এসে চিকিৎসা পেলেন বহু মানুষ।
ওঙ্কার সরকার, কলকাতা: শহিদ সমাবেশে উপলক্ষে তিনদিনের ক্যাম্পে ৯ হাজার জনের চিকিৎসা করল প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন। শুধুমাত্র শহিদ সমাবেশের দিন ধর্মতলার অস্থায়ী ক্যাম্পেই ২২০০ জনের চিকিৎসা। প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১৮ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত শহর কলকাতার একাধিক জায়গায় ক্যাম্প করা হয়েছিল। ধর্মতলার মেগাক্যাম্প মিলিয়ে প্রায় ১১টি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। যার প্রধান নেতৃত্বে ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ নির্মল মাজি এবং মহাসচিব ডাঃ শান্তনু সেন। সেখান সমাবেশের জন্য বহু মানুষের চিকিৎসা করা হয়েছে। অনেকের ক্ষেত্রে অবস্থা গুরুতর হওয়ার জন্য তাঁদের রেফার করা হয়েছিল বিভিন্ন হাসপাতালে।
প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সমস্ত অস্থায়ী মেডিকেল ক্যাম্প তৈরি করা হয়েছিল তাতে ইসিজি, স্যালাইন, রক্তপরীক্ষা ও অক্সিজেন সাপোর্টসহ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। তাতে শুধুমাত্র আজকেই ধর্মতলা মেগা মেডিকেল ক্যাম্পে ইসিজি,স্যালাইন, রক্তপরীক্ষা, অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে ২৫০ রোগীর এবং ২২০০ রোগীর অন্যান্য রোগের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, ডায়োরিয়া, সুগার নেমে যাওয়া, বমি, জ্বর, কাশি, চোটলাগা, ডিহাইড্রেশন, সানস্ট্রোক রোগী দেখা হয়েছে। প্রাথমিক চিকিৎসা করে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
তবে অনেকের চোট গুরুতর ছিল যার জন্য সেলাইয়ের প্রয়োজন সে সমস্ত করতে যে হাসপাতাল ফাঁকা পাওয়া গেছে সেখানেই রেফার করে দেওয়া হয় তাঁদের। মূলত কলকাতা মেডিক্যাল কলেজ, এম আর বাঙুর হাসপাতাল, আরজিকর, নীলরতন সরকার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে রোগীদের। এই ক্যাম্পের জন্য মোট ১৫০ জন চিকিৎসক (আ্যলোপ্যাথি ও আয়ুশ সহ), ৩৫ জন নার্স, ২০ জন ফার্মাসিস্ট, ১৫ জন টেকনিশিয়ান ক্যাম্পে যুক্ত ছিলেন।
advertisement
প্রসঙ্গত, একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ উপলক্ষে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সমস্ত হাসপাতাল গুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। ব্লাড ব্যাংক গুলিকেও নিজেদের পর্যাপ্ত মতো রক্ত প্রস্তুত থাকতে বলা হয়েছিল। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে মুখ্য সচিব কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ও রাজ্যপালকে এর বিরুদ্ধে চিঠি দেওয়া হয়েছিল। একটা দলীয় রাজনৈতিক অনুষ্ঠানের জন্য কেন স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে সরকারি নির্দেশিকা জারি করা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তোলা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 23, 2023 8:18 AM IST