খাস কলকাতায় ভুয়ো সিবিআই অফিসার সেজে ডাকাতি, গ্রেফতার ২, বাকিদের খোঁজে তল্লাশি

Last Updated:

দুই অভিযুক্তকে গ্রেফতার করে মূল অভিযুক্তকে হাতে পেতে চায় ভবানীপুর থানা

#কলকাতা: সোমবার ভুয়ো সিবিআই অফিসার সেজে লুঠ করেও হল না শেষ রক্ষা! গ্রেফতার হল দুইজন, আরও সাতজনের হদিস পেতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে ভবানীপুর থানার তদন্তকারী অফিসার। সিবিআই আধিকারিক সেজে বাড়ি তল্লাশির নামে ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। শুধুই যে টাকা পেয়ে চলে যায় তা নয়, প্রায় ৮ লক্ষ টাকার গয়নাও লুঠ করে অভিযুক্তরা।  এদের মধ্যে রঞ্জন চৌধুরী ও সন্তু মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর রঞ্জন চৌধুরী টলিউডের প্রযোজক ছিলেন করোনার আগে, করোনার সময় ব্যাবসায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হবার পরেই এই পথ বেছে নেন। অন্যজন অভিযুক্ত সন্তু মোল্লা ব্যাবসায়ী হলেও এই ঘটনার পিছনে তার ভূমিকা যথেষ্ট বলে পুলিশ সূত্রে খবর। জিএসটি ফাঁকি দেওয়ার নাম করে সিবিআই অফিসার সেজে সোমবার সকাল আটটায় ভবানীপুরের রূপচাঁদ মুখার্জি লেনের রাসায়নিক ব্যাবসায়ী সুরেশ ওয়াধারের বাড়িতে এক ঘণ্টা পনেরো মিনিট লুঠ করে বলে অভিযোগ। তিনটি গাড়ি করে ভবানীপুরের মত জনবহুল এলাকায় এই লুঠের কাজ চলে বলে স্থানীয়দের দাবি। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দেখা যায়, একটি গাড়ি, সেই সূত্র ধরেই গ্রেফতার দুই। রঞ্জন নিজেকে সিবিআইয়ের এক শীর্ষ কর্তা বলে পরিচয় দেয়, তারপর বিভিন্ন জায়গায় লুঠ করে বলে অভিযোগ।
advertisement
পুলিশের অনুমান, অভিযুক্তদের কেউ বা কয়েকজন ব্যক্তি ওই ব্যাবসায়ীর ঘরের কী কী জিনিস আছে, তা বিশদে জানতেন। কিন্তু হঠাৎ করে কেন সুরেশ ওয়াধা-র বাড়িতে টার্গেট করল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তল্লাশি চলছে বলায় বাড়ির কেউ কিছু করেননি, এমনকি ভুয়ো সিবিআই আধিকারিকেরাও সদস্যদের উপর কোনও জোরাজুরি না করায় সন্দেহ বাড়ছে পুলিশের। এদিকে মঙ্গলবার দুই অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হলে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত। সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল আদালতে বলেন, অভিযুক্তদের জিজ্ঞেস করে বাকি অভিযুক্তদের হদিস মিলতে পারে, কারন বাকি অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
খাস কলকাতায় ভুয়ো সিবিআই অফিসার সেজে ডাকাতি, গ্রেফতার ২, বাকিদের খোঁজে তল্লাশি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement