কলকাতা থেকে উদ্ধার ১৯৭ কেটি নিষিদ্ধ চিনা পার্টিড্রাগ !

Last Updated:

নাইট ক্লাব ৷ পার্টি ৷ হাই-ফাই লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে পড়ছে আজকের তরুণ প্রজন্ম ৷ কিন্তু বাড়ি থেকে হাতখরচে পোষাচ্ছে না ৷ তাই মাদক পাচারে ক্রমশ নাম জড়াচ্ছে শহরের নামী দামী কলেজের পড়ুয়াদের ৷

#কলকাতা: নাইট ক্লাব ৷ পার্টি ৷ হাই-ফাই লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে পড়ছে আজকের তরুণ প্রজন্ম ৷ কিন্তু বাড়ি থেকে হাতখরচে পোষাচ্ছে না ৷ তাই মাদক পাচারে ক্রমশ নাম জড়াচ্ছে শহরের নামী দামী কলেজের পড়ুয়াদের ৷ এবার পুলিশ এবং গোয়েন্দাদের চিন্তা বাড়িয়ে কলকাতায় মাদক চক্রে মিলল চিনা যোগ ! নিষিদ্ধ পার্টি ড্রাগ চিন থেকে এনে দিল্লি ও মুম্বইয়ে পাচারের ছক কষছিল পাচারকারীরা ৷ এই ঘটনায় ৫ চিনা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ ৷
গোপন সূত্রে খবর পেয়ে, শনিবার দুপুরে কলকাতা স্টেশনে অভিযান চালায় পুলিশ ৷ শিয়ালদহ থানার জিআরপি এবং এনসিবির যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে ১৯৭ কেজি অ্যামফেটামিন উদ্ধার হয়েছে ৷ যার আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি টাকা বলে নারকোটিক বিভাগ সূত্রে খবর ৷
advertisement
advertisement
একইসঙ্গে তাদের কাছ থেকে মিলেছে ২টি চিনা ও ৩টি ভারতীয় সিম কার্ড ৷ আরও ২টি সিমকার্ডের তথ্য মেলেনি ৷ এছাড়াও তাদের কাছ থেকে মিলেছে নকল পাসপোর্ট ও ভিসা ৷ অ্যামফেটামিন ড্রাগ সাধারণত পার্টির সময় ব্যবহার করা হয়ে থাকে ৷ কলকাতার পার্টিগুলোতে কি আদৌ পাচার করা হত ড্রাগগুলিকে ? সেই বিষয়টিও তদন্ত করছে পুলিশ ৷
advertisement
পুলিশের প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ২২ জুন ভারতে আসেন ধৃতরা ৷ দিল্লি ও মুম্বইয়ে মাদক পাচারের ছক ছিল ৷ চিন থেকেই আনা হয় এই পার্টি ড্রাগ ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা থেকে উদ্ধার ১৯৭ কেটি নিষিদ্ধ চিনা পার্টিড্রাগ !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement