Covid in Kolkata: ১১টি মাইক্রো কন্টেনমেন্ট পয়েন্ট ঘোষণা করল কলকাতা পুরসভা, সংক্রমণ রুখতে কড়া প্রশাসন
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Covid 19: দেশের মতো রাজ্যেও করোনা সংক্রমণ ক্রমে বেড়ে চলেছে। মাত্র এক দিনের ব্যবধানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার পেরিয়ে গিয়েছে।
#কলকাতা: কলকাতায় মাইক্রো কন্টেইমেন্ট পয়েন্ট (KMC) ঘোষণা করল কলকাতা পুরসভা। মোট ১১টি মাইক্রো কন্টেনমেন্ট পয়েন্ট করা হবে কলকাতায়। সেই এলাকাগুলিই মাইক্রো কন্টেনেমন্ট পয়েন্ট হিসাবে ঘোষিত হবে, যেখানে পাঁচ জনের বেশি আক্রান্ত রয়েছেন। কলকাতা পুরসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের মতো রাজ্যেও করোনা সংক্রমণ ক্রমে বেড়ে চলেছে। মাত্র এক দিনের ব্যবধানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার পেরিয়ে গিয়েছে। তার উপর এখন চলছে উৎসবের মরশুম। রাস্তায় মানুষের ভিড়ের কারণে আরও করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন, প্রয়োজনে কন্টেনমেন্ট পয়েন্ট ঘোষণা করা হবে। সেই নিয়ম মেনেই কলকাতা পুরসভার বৈঠকে শুক্রবার কন্টেনমেন্ট পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। সংক্রমণ রুখতে আরও কড়া হচ্ছে প্রশাসন।
করোনার সাম্প্রতিক সংক্রমণের হার রাজ্যে ভয়ানক চেহারা নিতে পারে, স্বাস্থ্য দফতরের তরফ থেকে চিঠি দিয়ে বেসরকারি হাসপাতালগুলিকে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা পৌঁছতে পারে ৩৫ থেকে ৩৬ হাজারে (Covid 19 Third Wave)৷ শুক্রবার বেসরকারি হাসপাতালগুলিকে চিঠি দিয়ে এ ভাবেই সতর্ক করে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিতে বললেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী৷
advertisement
advertisement
রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবারই ২ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ জুন মাসের পর ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার পার করল৷ কিন্তু রাজ্য স্বাস্থ্য দফতর মনে করছে, এই সংখ্যাটা কিছুই না৷ আগামী কয়েকদিনে দৈনিক আক্রান্তের সংখ্যা কয়েক গুন বেড়ে তিরিশ হাজার ছাড়িয়ে যেতে পারে৷
advertisement
Biswajit Saha
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 31, 2021 5:05 PM IST