Behala Incident: মর্মান্তিক ঘটনা বেহালায়! সিঁড়িতে তখনও পড়ে জার্সি-জুতো, মাকে তাড়াতাড়ি ফেরার কথা দিয়ে না ফেরার দেশে কিশোর

Last Updated:

Behala Incident: মৃতের মা জানান, রবিবার সকালে খেলতে গিয়েছিলেন কোচিং সেন্টারে। তারপর পুকুরে কেন গেল বুঝতে পারছেন না। সুরেন মাকে বলে গিয়েছিলেন, তাড়াতাড়ি বাড়ি ফিরবেন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: মর্মান্তিক ঘটনা খাস কলকাতা শহরের বেহালায়। রবিবার সকাল ৯টায় ফুটবল প্রাক্টিস সেরে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন ১৪ বছরের কিশোর সুরেন কেরকেতা। পুলিশ সূত্রে খবর, জুনিয়র ফুটবল কোচিং সেন্টারে খেলতে গিয়েছিলেন দ্বীপ ওরফে সুরেন। ক্লাস নাইনের  ছাত্র, নিপেন্দ্র নাথ স্কুলে পড়তেন তিনি। রবিবার ফুটবল কোচিং সেন্টারে খেলা শেষে স্নান করতে যান ৫-৬ জন বন্ধু। বেহালার পেয়ারা বাগানের পুকুরে নেমে তলিয়ে যায় সুরেন। বাকি বন্ধুরা চিৎকার করতে থাকেন। এর পর স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জুনিয়র ফুটবল কোচিং সেন্টারে ৪ বছর ধরে খেলা শিখছিলেন সুরেন। মৃতের মা জানান, রবিবার সকালে খেলতে গিয়েছিলেন কোচিং সেন্টারে। তারপর পুকুরে কেন গেল বুঝতে পারছেন না। সুরেন মাকে বলে গিয়েছিলেন, তাড়াতাড়ি বাড়ি ফিরবেন। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মৃতের মা।
advertisement
advertisement
প্রতিবেশীরা জানান, এই পেয়ারা বাগানের পুকুরে মাঝে মধ্যে স্নান করতে যেতেন সুরেন। পুকুরের সিঁড়িতে পড়ে রয়েছে সুরেনের সবুজ রঙের জার্সি, জুতো, মোজা। বেহালা থানার পুলিশ আসে ঘটনাস্থলে। আশপাশের প্রত্যক্ষদর্শী বাসিন্দাদের বয়ান রেকর্ড করে।
advertisement
একমাত্র ছেলেকে নিয়ে থাকতেন মা ও দিদা। বেহালার এক চিলতে ঘরে তাঁদের সংসার। আচমকা ছেলের মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্য। জলে ডুবে মৃত্যু নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? খতিয়ে দেখছে বেহালা থানার পুলিশ অধিকারিকরা। পরিবারের লোক থেকে পাড়া প্রতিবেশী সকলেই শোকে পাথর হয়ে গিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Behala Incident: মর্মান্তিক ঘটনা বেহালায়! সিঁড়িতে তখনও পড়ে জার্সি-জুতো, মাকে তাড়াতাড়ি ফেরার কথা দিয়ে না ফেরার দেশে কিশোর
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement