আবারও ১৪ দিনের জেল হেফাজত পার্থ-অর্পিতার

Last Updated:

এসএসসি ‘দুর্নীতি’ মামলায় ইডির হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এব‌ং অর্পিতা মুখোপাধ্যায়কে বৃহস্পতিবার আবার আদালতে পেশ করা হয়।

পার্থ-অর্পিতার ১৪ দিনের জেল হেফাজত
পার্থ-অর্পিতার ১৪ দিনের জেল হেফাজত
ফের জেল হেফাজতে পার্থ অর্পিতা৷ ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত৷ আগামী ৩১ জুলাই পর্যন্ত পার্থ ও অর্পিতাকে জেলেই থাকতে হবে।
ইডির বিশেষ আদালতে পার্থর জামিনের আবেদন করা হয় বৃহস্পতিবার৷ এসএসসি ‘দুর্নীতি’ মামলায় ইডির হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এব‌ং অর্পিতা মুখোপাধ্যায়কে বৃহস্পতিবার আবার আদালতে পেশ করা হয়।  বৃহস্পতিবারই তাঁদের জেল হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। এদিন আদালতে পার্থের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী৷ তাঁর শারীরিক অবস্থার কথা তুলে ধরেই জামিনের আবেদন করা হয়৷ বলা হয়, অক্সিজেন বা নেবুলাইজারের মতো সামগ্রীর প্রয়োজন রয়েছে তাঁর৷
advertisement
advertisement
পার্থর জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী৷ তিনি বলেন, পার্থর পরিবারের নামে একাধিক কোম্পানির সন্ধান মিলেছে৷ দুর্নীতির টাকা কোম্পানির নামে ট্রান্সফার হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের ৬০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ৩০টি ভুয়ো কোম্পানির হদিশ মিলেছে৷ এমনকি অর্পিতার এলআইসির প্রিমিয়াম পার্থর অ্যাকাউন্ট থেকে৷  শেষমেষ রায় দেয় আদালত৷ আবারও ১৪ দিনের জেল হেফাজতে পার্থ-অর্পিতা৷
advertisement
প্রসঙ্গত, এদিনের এজলাস থেকে বেরনোর সময় পার্থকে ছেঁকে ধরেন সাংবাদিকরা! আর এবার রীতিমতো 'ভবিষ্যৎদ্বাণী' করলেন পার্থ, তাঁর কথায়, 'কেউ ছাড় পাবে না, সঠিক সময়ে সব প্রমাণ হবে',!
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আবারও ১৪ দিনের জেল হেফাজত পার্থ-অর্পিতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement