100 Days Work: আজ থেকেই শুরু ১০০ দিনের কাজের টাকা দেওয়া! জেলায় জেলায় খোলা হল কন্ট্রোল রুম...কারা পাবেন, কী নিয়ম? জানুন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
নবান্ন সূত্রে খবর, ১০০ দিনের টাকা প্রদানের জন্য SOP তৈরি করেছে রাজ্য। যারা টাকা পাবেন, সেই সব উপভোক্তাদের নামের তালিকা টাঙানো হবে স্থানীয় পঞ্চায়েত অফিসে৷ এই নিয়ে প্রচারও চালানো হবে জেলায় জেলায়৷ সাত দফা প্রচার কর্মসূচি রাখা হয়েছে৷ তালিকায় যে উপভোক্তাদের নাম থাকবে তাঁরাই পাবেন টাকা৷
কলকাতা: ঘোষণা করেছিলেন রেড রোডের ধর্নামঞ্চ থেকেই৷ কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে আর থাকবেন না৷ এবার রাজ্যের তরফেই পশ্চিমবঙ্গের শ্রমিকদের ১০০ দিনের কাজের বকেয়া টাকা মেটানো হবে৷ সেই কাজ শুরু হল আজ থেকে৷ সূত্রের খবর, আজ ২৬ ফেব্রুয়ারি থেকে আগামী ১ মার্চ, এই পাঁচ দিনের মধ্যে এই বকেয়া মেটানোর প্রক্রিয়া চলবে গ্রামে গ্রামে৷ যার জেরে উপকৃত হতে চলেছেন বাংলার কয়েক লক্ষ মানুষ৷
প্রথমে জানানো হয়েছিল, ২১ ফেব্রুয়ারি থেকেই কেন্দ্রের বকেয়া টাকা রাজ্যের তরফে মেটানোর কাজ শুরু হবে৷ কিন্তু, পরবর্তীকালে বিধানসভা থেকে মমতা জানান, শ্রমিকের সংখ্যা আগের চেয়ে বেড়ে যাওয়ায় অর্থ প্রদানের জন্য রাজ্যের আরও কিছু টাকা প্রয়োজন৷ তাই সেই তারিখ পিছিয়ে করা হয় ১ মার্চ৷ নবান্ন সূত্রের খবর, সেই অর্থ প্রদানের কাজই শুরু হয়ে গেল আজ, ২৬ ফেব্রুয়ারি থেকে৷ এটি চলবে আগামী ১ মার্চ পর্যন্ত৷
advertisement
এদিকে, শ্রমিকদের ১০০ দিনের কাজের টাকা দেওয়া নিয়ে যথেষ্ট সতর্ককা অবলম্বন করছে নবান্ন। বিভিন্ন জেলার জেলাশাসকদের কাছে নির্দেশ গিয়েছে, ‘‘শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নির্ভুল হলে তবেই দেওয়া হবে টাকা। একাধিক শ্রমিকদের তথ্যের নানান রকম সমস্যা রয়েছে। সেগুলি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। প্রয়োজনে আবার ভেরিফিকেশন করুন। আজ থেকেই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করতে হবে। চালু করতে হবে কন্ট্রোল রুমও।’’
advertisement
advertisement
আরও পড়ুন: আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকছে কড়কড়ে টাকা…কথা রাখলেন মমতা! কারা পাবেন? কী নিয়ম, জানুন
কোনও অভিযোগ এলে কন্ট্রোল রুমের মাধ্যমে তার সমাধান করতে হবে বলে জানিয়েছে নবান্ন। প্রসঙ্গত, জেলায় জেলায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে টাকা৷ তা ইতিমধ্যেই জানানো হয়েছে জেলাশাসকদের৷
এবার জিটিএ–সহ ২২টি জেলাকে ১০০ দিনের কাজের কেন্দ্রের বকেয়া টাকা মেটাতে চলেছে রাজ্য সরকার। এই ১০০ দিনের কাজের মজুরি বাবদ বকেয়া দু’হাজার ৬৫০ কোটি টাকার বেশি অর্থ রিলিজ করা হয়েছে। এই টাকার মধ্যে জিটিএ’র প্রাপ্য ১২৯ কোটি ৪২ লক্ষ ৮৯ হাজার ৭২৮ টাকা। ২৬ ফেব্রুয়ারি, সোমবার থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের বকেয়া মজুরি পাঠানো শুরু করতে হবে। তা শেষ করে ফেলতে হবে ১ মার্চের মধ্যে।
advertisement
আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতি, রবিবার তাড়া খেয়েছিলেন গ্রামবাসীর..তারপরে চরম নাটক
নবান্ন সূত্রে খবর, ১০০ দিনের টাকা প্রদানের জন্য SOP তৈরি করেছে রাজ্য। যারা টাকা পাবেন, সেই সব উপভোক্তাদের নামের তালিকা টাঙানো হবে স্থানীয় পঞ্চায়েত অফিসে৷ এই নিয়ে প্রচারও চালানো হবে জেলায় জেলায়৷ সাত দফা প্রচার কর্মসূচি রাখা হয়েছে৷ তালিকায় যে উপভোক্তাদের নাম থাকবে তাঁরাই পাবেন টাকা৷
advertisement
নবান্ন সূত্রে খবর, বিশেষ এসওপি-ও জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একশো দিনের কাজের মজুরি প্রাপকদের নাম প্রকাশ্যে টাঙিয়ে দিতে হবে৷ কোন উপভোক্তা কত টাকা পাবেন, কত টাকা তাঁর প্রাপ্য সবই লেখা থাকবে সেই তালিকায়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
February 26, 2024 11:53 AM IST