100 Days Work | Nabanna: কেন্দ্রীয় দলের পরিদর্শনের জের! আটকে কোটি কোটি টাকা! "১০০ দিনের কাজ" নিয়ে বড় নির্দেশ নবান্নের

Last Updated:

100 Days Work | Nabanna: ১০০ দিনের কাজ নিয়ে নানা খবর সামনে আসছে। এবার সেই ১০০ দিনের কাজ নিয়েই বড় ঘোষণা নবান্নের! জানুন

#কলকাতা: জেলাগুলিকে ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প কাজের গুণগত মান নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তাই কেন্দ্রীয় গ্রামান্নোয়ন মন্ত্রকের নির্দেশিকা মেনে স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে নির্দেশ দিল রাজ্য পঞ্চায়েত দফতর। জেলাশাসকদের কাছে পাঠানো নির্দেশিকায় পরিস্কার জানিয়ে দিয়েছে, এই কাজ দেখতে ইতিমধ্যেই কেন্দ্রীয় পরিদশর্দল দল জেলা পরিদর্শন করছেন। তারা গ্রামপঞ্চায়েত ও ব্লক স্তরে কাজ দেখতে এসেছেন। সেকথা মাথায় রেখেই কাজ করতে হবে। প্রসঙ্গত কেন্দ্রীয় সরকার এই প্রকল্প রূপায়ণ নিয়ে প্রশ্ন তুলেছে। গত ডিসেম্বর থেকে ১০০ দিনের কর্মসংস্থান প্রকল্পে মজুরী বাবদ ৬ হাজার কোটি টাকা আটকে রেখেছে। এনিয়ে রাজ্য সরকার রাজনৈতিকভাবে কেন্দ্র বিরোধীতায় সোচ্চার হলেও বকেয়া মজুরীর টাকা আদায় করতে পারেনি।
নবান্ন সূত্রে খবর জেলাশাসকদের কাছে পঞ্চায়েতের বিশেষ সচিব পদমর্যাদার এক আধিকারিক চিঠি দিয়ে জানিয়েছেন, কেন্দ্রীয় গ্রামান্নোয়ন মন্ত্রক কাজের যে তালিকা তৈরি করে দিয়েছে তার ভিত্তিতেই ১০০ দিনের কর্মসংস্থান প্রকল্প রূপায়ণ করাতে হবে। এর বাইরে কোনও কাজ কার হলে তা বেআইনি। এধরনের কাজের কোনও পরিকল্পনা থাকলে তাএখনই যেন বাতিল করা হয়। একই সঙ্গে যারা এই প্রকল্পের কাজ চাইবেন শুধুমাত্র তাদেরই কাজ দিতে হবে। এই প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে কি কাজ করা হবে, তাতে কি সম্পদ সৃষ্টি হবে তা যথাযথভাবে নীরিক্ষন করতে হবে। জব কার্ড যেন নির্দিষ্ট ব্যক্তি বা উপভোক্তার কাছে থাকে। এমনকি তা পঞ্চায়েতের কাছেও রাখা যাবে না। রাখা হলে তা বেআইনি। কারা কাজ করবেন তার একটি ই-মাস্টার রোল তৈরি করতে হবে। সেই মাস্টার রোলের ভিত্তিতেই মজুরির জন্য পে অর্ডার ইস্যু করতে হবে। সম্পদ সৃষ্টি হবে না এমন কোনও কাজ কারনো যাবে এই প্রকল্পের মাধ্যমে।
advertisement
advertisement
শুধু তাই নয়, নবান্ন এর তরফে আরো জানানো হয়েছে কাজ দেওয়ার আগে সাত দফা নীতি রেজিস্টারে লিপিবদ্ধ করতে । রেজিস্টার জব কার্ড হোল্ডার এবার বাড়ির কর্মসংস্থানের রিপোর্ট, গ্রামসভায় রেজিস্টার রাখতে হবে। এই প্রকল্পের মাধ্যমে মূলত তিনটি ক্ষেত্রেই কাজ দেওয়া যাবে। নদী সংস্কার , পার বাঁধানো,নীচু জমি ভরাট বা অকৃষি জমিকে কৃমিতে রূপান্ত করা,রাস্তার ধারে গাছ লাগানোর কাজই করতে হবে। মূলত কেন্দ্রীয় পরিদর্শন দলের রাজ্যের বিভিন্ন জেলায় পরিদর্শনের ওপরই নির্ভর করছে ১০০ দিনের কাজে কেন্দ্রের থেকে রাজ্যের আর্থিক অনুদান পাওয়ার প্রসঙ্গ। তাই তার আগেই বিশেষভাবে সতর্ক রাজ্যের পঞ্চায়েত দফতর।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায় 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
100 Days Work | Nabanna: কেন্দ্রীয় দলের পরিদর্শনের জের! আটকে কোটি কোটি টাকা! "১০০ দিনের কাজ" নিয়ে বড় নির্দেশ নবান্নের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement