এবার ইয়েস ব্যাঙ্কের গেরোয় ইসকনের শ্রীকৃষ্ণ, ৪২টি অ্যাকাউন্টে আটকে প্রায় ১০০ কোটি টাকা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ব্যাঙ্ক থেকে টাকা তোলা যাচ্ছে না। তাই অন্নমিত্র প্রকল্প চালিয়ে যাওয়া নিয়েও সমস্যায় মন্দির কর্তৃপক্ষ।
#কলকাতা: পুরীর জগন্নাথদেবের পর এবার ইয়েস ব্যাঙ্কের গেরোয় ইসকনের শ্রীকৃষ্ণ। ইয়েস ব্যাঙ্কের ৪২টি অ্যাকাউন্টে আটকে ইসকনের প্রায় একশো কোটি টাকা। টাকায় টান পড়ায় মিড-ডে মিল প্রকল্প চালাতেও নাজেহাল কর্তৃপক্ষ।
পুরীর জগন্নাথদেবের ফাঁড়া কাটেনি। তাঁর টাকা এখনও আটকে। তিরুমালার ভেঙ্কটেশ্বরও নিশ্চিন্ত হবেন, এমন কিছু ঘটেনি। এবার ফাঁপরে ইসকনের শ্রীকৃষ্ণ।
ইয়েস ব্যাঙ্কে আটকে ইসকন মন্দিরের টাকা। টাকা তুলতে না পারায় মন্দিরের বিপুল কর্মযজ্ঞ থমকে যাওয়ার আশংকা।
advertisement
- ৩৮টি অ্যাকাউন্টে জমা প্রায় ১০০ কোটি টাকা
- এই টাকায় মন্দিরের দৈনন্দিন খরচ চলে
advertisement
ইসকন কর্তৃপক্ষের দাবি, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্ত ও কিছু কর্পোরেট সংস্থার অনুদানই তাদের আয়ের উৎস। গোটা দেশ জুড়ে বেশ কিছু সেবামূলক প্রকল্প চালায়ও ইসকন ।
শিশুদের দুপুরের খাবার দিতে অন্নমিত্র প্রকল্প
কলকাতায় সাড়ে ১২ হাজার শিশুকে খাবার দেওয়া হয়
ব্যাঙ্ক থেকে টাকা তোলা যাচ্ছে না। তাই অন্নমিত্র প্রকল্প চালিয়ে যাওয়া নিয়েও সমস্যায় মন্দির কর্তৃপক্ষ।
advertisement
বিভিন্ন সেভিংস অ্যাকাউন্ট ও এফডিতে রাখা টাকা কবে তোলা যাবে? ইয়েস ব্যাঙ্কের কাছে কোনও আশ্বাস পাননি ইসকন কর্তৃপক্ষ।
অন্নমিত্র তহবিল
--
ফিক্সড ডিপোজিট - ২ কোটি ১৫ লক্ষ টাকা
সেভিংস অ্যাকাউন্ট - ২২ লক্ষ ৪৭ হাজার ৭০৪ টাকা
এছাড়াও, গৌর নিতাই ট্রাষ্টের ৩টি অ্যাকাউন্টে প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা
মুম্বই, দিল্লি, উজ্জয়ন, বিশাখাপত্তনম, ফরিদাবাদ,চেন্নাইতে একাধিক অ্যাকাউন্টেও কয়েক কোটি টাকা
advertisement
মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সংকট থেকেই যোদ্ধাকে নতুন সুযোগ খুঁজে নিতে হয়। কিন্তু সেই পরামর্শ ছিল যুদ্ধক্ষেত্রে। ব্যাঙ্কে রাখা টাকা তুলতে না পারলেও কী একই কথা বলতেন তিনি?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 11, 2020 7:23 PM IST