সুস্থ আছেন করুণানিধি, হাসপাতালে সমর্থকদের ভিড়, আরোগ্য কামনা করলেন কেজরিওয়াল
Last Updated:
সুস্থ আছেন করুণানিধি, হাসপাতালে সমর্থকদের ভিড়, আরোগ্য কামনা করলেন কেজরিওয়াল
#চেন্নাই: গুরুতর অসুস্থ হয়ে কাবেরী হাসপাতালে ভর্তি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধি । তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রাত সাড়ে ১১টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে তাঁর রক্তচাপ আপাতত স্বাভাবিক হয়েছে ।
করুণানিধির আরোগ্য কামনা করে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । তাঁর চিকিৎসায় সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী পালানিস্বামী ।
My prayers for Sh Karunanidhi’s fast recovery... https://t.co/8yiBiSE9jO
— Arvind Kejriwal (@ArvindKejriwal) July 28, 2018
advertisement
ডিএমকে সাংসদ কানিমোঝি জানিয়েছেন এই মুহূর্তে সুস্থ আছেন করুণানিধি । প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে সমর্থকদের ভিড় জমেছে কাবেরী হাসপাতালের সামনে । মোতায়েন হয়েছে পুলিশবাহিনী ।
advertisement
রাত থেকে কাবেরী হাসপাতালের সামনে উপস্থিত সংবাদমাধ্যমও ।
করুণানিধিকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন তাঁর পুত্র এমকে স্ট্যালিন ও তামিলনাড়ুর রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত ।
advertisement
শুক্রবার ছিল ডিএমকে প্রধান হিসেবে করুণানিধির ৫০তম বর্ষপূর্তি । শারীরিক অবস্থার কারণে গত দু'বছর ধরেই জনসম্মুখে আসেননি করুণানিধি । কয়েকদিন আগেই শ্বাসজনিত সমস্যা হওয়ায় একটি সার্জারি হয় তাঁর ।
view commentsLocation :
First Published :
July 28, 2018 12:25 PM IST