গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করুণানিধি
Last Updated:
#চেন্নাই: গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ডিএমকে চেয়ারম্যান তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধি ৷ বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল ৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য শেষ পর্যন্ত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিত্সা শুরু হয়েছে। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এর জেরে তাঁকে হাসপাতালে ভরতি করানোর পরামর্শ দেন চিকিত্সকরা। তার পরই তাঁকে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই সেখানে তাঁকে ভরতি করা হয়েছে। শুরু হয়েছে চিকিত্সাও।
advertisement
advertisement
হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ৷ ছবি: নিউজ এইটিন ৷
হাসপাতালের তরফে এখনই তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তবে হাসপাতালের একটি সূত্র থেকে জানা গিয়েছে, তাঁর রক্তচাপ অত্যন্ত কমে গিয়েছিল। যেহেতু তাঁর বয়স ৯৪। স্বাভাবিকভাবেই করুণানিধির অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। তাই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে।
advertisement
গভীর রাতে করুণানিধির বাসভবনের সামনে জনতার ভিড় ৷ ছবি: নিউজ এইটিন ৷
বর্ষীয়ান এই নেতার সঙ্গেই হাসপাতালে পৌঁছে যান তাঁর তিন সন্তান এমকে আলাগাছি, এমকে স্ট্যালিন ও এমকে কানিমোঝি। এছাড়া ডিএমকে-র অন্য নেতারাও হাজির হন হাসপাতালে। করুণানিধির অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালের সামনে হাজির হন কয়েক হাজার ডিএমকে সমর্থক। রাত আড়াইটে নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে মেডিক্যাল বুলেটিন দেওয়া হয়। সেখানে করুণানিধির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়। তবে তাঁকে আইসিইউ-তে ভরতি রাখা হয়েছে।
advertisement
Location :
First Published :
July 28, 2018 7:56 AM IST