West Bengal Job News: পশ্চিমবঙ্গে চাকরির সুবর্ণ সুযোগ, জাতীয় স্বাস্থ্য মিশনে বিপুল নিয়োগ, জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
West Bengal Job News: বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫ জুন, ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
কলকাতা: সম্প্রতি পশ্চিমবঙ্গ ন্যাশনাল হেলথ মিশন (এনএইচএম)-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য এবং আগ্রহী ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
এনএইচএম ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫ জুন, ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই আবেদন করতে পারেন। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
এনএইচএম ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১৭৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট – ১টি পদ
ব্লক এপিডেমিওলজিস্ট – ২টি পদ
ব্লক পাবলিক হেলথ ম্যানেজার – ৩টি পদ
advertisement
ল্যাবরেটরি টেকনিশিয়ান – ১টি পদ
ব্লক ডেটা ম্যানেজার – ৪টি পদ
স্টাফ নার্স – ১১টি পদ
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান) – ১২৪টি পদ
ফার্মাসিস্ট – ৮টি পদ
ল্যাবরেটরি টেকনিশিয়ান – ৩টি পদ
মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার – ১৫টি পদ
স্টাফ নার্স – ১টি পদ
আরও পড়ুন: দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলেই রাজ্য সরকারি চাকরির বিরাট সুযোগ, এখনই আবেদন করুন
আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ন্যাশনাল হেলথ মিশন ওয়েস্ট বেঙ্গল (জাতীয় স্বাস্থ্য মিশন পশ্চিমবঙ্গ) |
পদের নাম: | বিশদ দেখুন |
শূন্যপদের সংখ্যা: | ১৭৩ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ১৫.০৬.২০২৩ |
advertisement
এনএইচএম ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
পদ অনুযায়ী প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা নিম্নোক্ত:
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট – ৪০ বছর
ব্লক এপিডেমিওলজিস্ট – ৪০ বছর
ব্লক পাবলিক হেলথ ম্যানেজার – ৪০ বছর
ল্যাবরেটরি টেকনিশিয়ান – ৪০ বছর
ব্লক ডেটা ম্যানেজার – ৪০ বছর
স্টাফ নার্স – ৬২ বছর
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান) – ৪০ বছর
advertisement
ফার্মাসিস্ট – ৪০ বছর
ল্যাবরেটরি টেকনিশিয়ান – ৪০ বছর
মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার – ৪০ বছর
স্টাফ নার্স – ৬০ বছর
এনএইচএম ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
পদ অনুযায়ী প্রার্থীদের বেতনক্রম নিম্নোক্ত:
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট – ৩০০০০ টাকা
ব্লক এপিডেমিওলজিস্ট – ৩৫০০০ টাকা
ব্লক পাবলিক হেলথ ম্যানেজার – ৩৫০০০ টাকা
ল্যাবরেটরি টেকনিশিয়ান – ২২০০০ টাকা
advertisement
ব্লক ডেটা ম্যানেজার – ২২০০০ টাকা
স্টাফ নার্স – ২৫০০০ টাকা
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান) – ১৩০০০ টাকা
ফার্মাসিস্ট – ২২০০০ টাকা
ল্যাবরেটরি টেকনিশিয়ান – ২২০০০ টাকা
মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার – ১৮০০০ টাকা
স্টাফ নার্স – ১৩০০০ টাকা
এনএইচএম ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট ২০২৩: নিয়োগের প্রক্রিয়া
প্রার্থীদের নথিপত্র স্ক্রিনিং করে অ্যাকাডেমিক স্কোর ও অভিজ্ঞতা যাচাই করা হবে। এর পর কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
এনএইচএম ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন প্রার্থীরা।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 08, 2023 4:33 PM IST