West Bengal Government Jobs: স্বাস্থ্য বিভাগে চাকরির সুবর্ণ সুযোগ এই জেলায়, রয়েছে দৈনিক বেতনের সুবিধেও! আজই আবেদন করুন

Last Updated:

West Bengal Government Jobs: স্বাস্থ্য বিভাগে চাকরির সুযোগ এই জেলায়, এখনই আবেদন করুন।

স্বাস্থ্য বিভাগে চাকরির সুযোগ
স্বাস্থ্য বিভাগে চাকরির সুযোগ
ঝাড়গ্রাম: চাকরি খুঁজছেন? জঙ্গলমহল ঝাড়গ্রামে স্বাস্থ্য বিভাগে রয়েছে একাধিক চাকরির সুযোগ। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, ঝাড়গ্রাম এর পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগে চুক্তিভিত্তিক স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার এবং মেডিক্যাল অফিসার-সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
জেলা প্রশাসনিক ওয়েবসাইটে এমনই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। অস্থায়ী ভিত্তিতে স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে আবেদনকারীদের। আগামী ৫ মে ২০২৪ মধ্যরাত্রি পর্যন্ত আবেদন জানানো যাবে। আবেদন বাবদ আবেদনকারীদের সাধারণ প্রার্থীদের ১০০ টাকা এবং তফশিলি জাতি, উপজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫০ টাকা দিতে হবে।
advertisement
আরও পড়ুন: রাজ্য সরকারি চাকরির বড় সুযোগ, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে ১১ শূন্যপদে নিয়োগ হবে, অবশ্যই জানুন
জানা গিয়েছে, একটি করে অসংরক্ষিত স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (পেডিয়াট্রিক ও G & O) পদে নিয়োগ করা হবে। যার সর্বাধিক বয়সসীমা ৬২ বছর। বেতন প্রতি মাসে ৭০ হাজার টাকা। অপরদিকে একটি সংরক্ষিত এবং একটি অসংরক্ষিত মোট দুটি পদে মেডিক্যাল অফিসার (ব্লাড ব্যাংক) নিয়োগ করা হবে। বয়স সীমা সর্বাধিক ৬২ বছর। মাসিক বেতনক্রম ৬০০০০ টাকা।
advertisement
advertisement
আরও পড়ুন: কলকাতা থেকে চালু হচ্ছে নতুন ৪ বিমান, এর মধ্যে দু’টি আন্তর্জাতিক! জানুন
মাসিক ৬০০০০ টাকা বেতনে একটি অসংরক্ষিত পদে মেডিক্যাল অফিসার (আর কে এস কে) নিয়োগ করা হবে। যার বয়স সীমা সর্বাধিক ৬২ বছর। দুটি অসংরক্ষিত এবং তিনটি সংরক্ষিত মোট পাঁচটি পদে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। যার বেতন কম ৬০ হাজার টাকা। একইভাবে একটি করে অসংরক্ষিত পদে স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (মেডিসিন, পিডিয়াট্রিক, অপথলমলোজিস্ট এবং G & O) নিয়োগ করা হবে।
advertisement
পার্ট টাইম হিসেবে সপ্তাহে তিন দিন কাজ করতে হবে। প্রতিদিনের বেতন ৩ হাজার টাকা। বয়সসীমা ৬২ বছর। এছাড়াও বিস্তারিত তথ্য এবং যাবতীয় খুঁটিনাটি জানতে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অপশন থেকে মূল বিজ্ঞপ্তি দেখতে হবে।
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/চাকরি/
West Bengal Government Jobs: স্বাস্থ্য বিভাগে চাকরির সুবর্ণ সুযোগ এই জেলায়, রয়েছে দৈনিক বেতনের সুবিধেও! আজই আবেদন করুন
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement