প্রাথমিকের টেটের পরীক্ষা ১১ ডিসেম্বর, ফর্ম জমা ১৪ অক্টোবর থেকে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার বিকেলের দিকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়৷
#কলকাতা: ঘোষণা আগেই করা হয়েছিল, এ বার সরকারি বিজ্ঞপ্তিও জারি করে দেওয়া হল৷ ডিসেম্বরেই রাজ্যে হতে চলেছে প্রাথমিকের টেট পরীক্ষা৷ ১১ ডিসেম্বর পরীক্ষার তারিখ৷ এ বার বিজ্ঞপ্তি করে জানিয়ে দেওয়া হল পর্ষদের তরফ থেকে৷ বৃহস্পতিবার বিকেলের দিকে এই নোটিফিকেশন জারি করা হয়৷ সেখানে বলা হয়েছে, এই পরীক্ষার জন্য ১৪ অক্টোবর থেকে ফর্ম জমা দেওয়া যাবে৷
আরও পড়ুন- পুজোর মুখে ফের ডেঙ্গিতে মৃত্যু শহরে, বাড়ছে আতঙ্ক
এর আগে, ১১ ডিসেম্বর রাজ্যে হতে চলেছে টেট, এই ঘোষণা করা হয়েছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল প্রাথমিকে টেট-এর দিন ঘোষণা করেন। এর মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটির বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয়, ডিসেম্বরের মধ্যে প্রাথমিক নতুন করে টেট পরীক্ষা নেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সেপ্টেম্বরের মধ্যে টেট পরীক্ষা নিতে হবে। কিন্তু এই সময়ের মধ্যে টেট পরীক্ষা নেওয়া যাবে না বলে সুপ্রিম কোর্টকে জানিয়ে দেবে বলে জানায় পর্ষদ। তার পর সিদ্ধান্ত নেওয়া হয় ডিসেম্বরের টেট পরীক্ষার৷
advertisement
Location :
First Published :
September 29, 2022 7:18 PM IST