Visva Bharti: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো পদে নিয়োগ! দ্রুত আবেদন করুন
- Published by:Salmali Das
Last Updated:
Visva Bharti: রসায়ন বিভাগে জুনিয়র রিসার্চ ফেলো নেওয়ার বিজ্ঞপ্তি জারি করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।এই প্রজেক্টের সঙ্গে যুক্ত প্রত্যেক রিসার্চ ফেলো ৩১ হাজার টাকা করে ফেলোশিপ পাবে।
বোলপুরঃ রসায়ন বিভাগে জুনিয়র রিসার্চ ফেলো নেওয়ার বিজ্ঞপ্তি জারি করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। প্রথমে, গত ২২ শে ফেব্রুয়ারি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে রসায়ন বিভাগে জুনিয়র রিসার্চ ফেলো নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরবর্তীতে ২০ শে মার্চ পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের মধ্যে দিয়ে আবেদনের সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য অনুযায়ী জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে রসায়ন বিভাগের সিনথেসিস, সেল্ফ-অ্যাসেম্বলি অ্যান্ড বায়োলজিক্যাল অ্যাপ্লিকেশন্স অব গ্লিসারল বেসড অ্যাম্পিফিলিক পলিথিওরেথেন (এসইআরবি) প্রজেক্টের জন্য। ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত এই প্রজেক্টটি চলবে।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ১ লক্ষেরও বেশি বেতনে অধ্যাপক নিয়োগ, কোথায়? বিশদে জেনে আবেদন করুন
advertisement
advertisement
তবে প্রকল্পের প্রয়োজন অনুযায়ী এই প্রজেক্টের সময়সীমা পরিবর্ধিত করা হবে। আবেদনের জন্য ইউজিসি স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। তার পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট)/ গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং(গেট) পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়াও আবেদনকারীর বয়স ২৮ বছরের কম হতে হবে।
advertisement
এই প্রজেক্টের সঙ্গে যুক্ত প্রত্যেক রিসার্চ ফেলো ৩১ হাজার টাকা করে ফেলোশিপ পাবে।বিস্তারিত বায়ো-ডাটা এবং সমস্ত নথি ও ফটোগ্রাফের ফটোকপি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা করতে হবে এবং পিডিএফ কপি নির্দিষ্ট মেল আইডি তে জমা করতে হবে। ২০ শে মার্চ থেকে পরবর্তী ১৫ দিনের মধ্যে ইচ্ছুক আবেদনকারীদের উপরিউক্ত পদ্ধতি মেনে আবেদন করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিতে https://visvabharati.ac.in/CareeratVB.html নজর রাখতে পারেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2023 8:07 PM IST