Job News 2023|| হাইকোর্টে চাকরি করতে চান? এখনই জেনে নিন কীভাবে আবেদন করবেন

Last Updated:

Job Vacancy: আগামী ২৬ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী ও যোগ্য প্রার্থীরা।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
কলকাতাঃ যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁদের জন্য রয়েছে ভাল খবর। যদি কেউ হাইকোর্টে চাকরি করতে চান, তাহলে খুব ভাল সুযোগ নিয়ে এসেছে সরকার। কারণ ঝাড়খণ্ড হাইকোর্টে এই সময় ৪২টি শূন্য পদ তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্টে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীর খোঁজ চলছে। আগামী ২৬ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী ও যোগ্য প্রার্থীরা। শুধু তাই নয়, মহিলাদের জন্য শূন্য পদে দু’টি আসন সংরক্ষিত রয়েছে।
ঝাড়খণ্ড হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ থেকে ৩৫ বছর বয়সী প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারেন। এছাড়া, সরকারি নিয়ম অনুযায়ী, বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন বিভিন্ন গোষ্ঠীর নাগরিকরা। জেনে নেওয়া যাক বিস্তারিত৷
advertisement
বাছাই প্রক্রিয়া এবং যোগ্যতা:
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এর জন্য স্টেনোগ্রাফি বা টাইপিং পরীক্ষা দিতে হবে আবেদনকারীদের। তারপর হবে ভাইভা বা মৌখিক পরীক্ষা। মনে রাখতে হবে ইংরেজি টাইপিং-এর ক্ষেত্রে গতি হতে হবে প্রতি মিনিটে কমপক্ষে ৪০ শব্দ এবং ছোট হাতের গতি প্রতি মিনিটে ১০০ শব্দ। ১০ শতাংশ ভুল ক্ষমা করা হবে।
advertisement
আরও পড়ুনঃ ২১ মে হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন
এই সমস্ত মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার পরে, মেধা তালিকা তৈরি করা হবে। শুধুমাত্র মেধা তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের ৪২টি পদে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা হিসেবে যেকোনও বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রার্থীর।
কীভাবে আবেদন করতে হবে:
advertisement
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৫ মে। চলবে ২৪ জুলাই মধ্যরাত ১২.০০টা পর্যন্ত। এজন্য যেতে হবে www.jharkhandhighcourt.nic.in এই ওয়েবসাইটে। এখান থেকেই আবেদনপত্র পূরণ করতে পারেন। ফর্ম পূরণ করার পরে, ভবিষ্যতে ব্যবহারের জন্য একটি প্রিন্ট আউট নিয়ে রাখাই ভাল।
এই পরীক্ষা দিতে গেলে একটি ফি দিতে হবে। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের জন্য ১২৫ টাকা এবং অন্য প্রার্থীদের জন্য ৫০০ টাকা ধার্য করা হয়েছে। প্রতিবন্ধী প্রার্থীদের ফি মুকুব করা হয়েছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও এই ফি দেওয়া যাবে বলে জানা গিয়েছে।
বাংলা খবর/ খবর/চাকরি/
Job News 2023|| হাইকোর্টে চাকরি করতে চান? এখনই জেনে নিন কীভাবে আবেদন করবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement