UPSC CDS II exam result: UPSC CDS II পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট আউট! 'এই' পদ্ধতি অবলম্বন করলেই জানতে পারবেন ফলাফল
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
ইউপিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ২০২২ সালের UPSC CDS II পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল ঘোষণা হয়েছে ২১ এপ্রিল ২০২৩।
নয়াদিল্লি: ইউপিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ২০২২ সালের UPSC CDS II পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল ঘোষণা হয়েছে ২১ এপ্রিল ২০২৩। পরীক্ষার্থীরা UPSC-এর অফিসিয়াল সাইট, upsc.gov.in-এর গিয়ে অনলাইনে তাদের ফলাফল দেখতে পাবেন। UPSC-এর পক্ষ থেকে জানানো হয়েছে মোট ২০৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নিয়ে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
আবেদনের প্রক্রিয়া চলেছিল ১৭ মে ২০২২ থেকে ৭ জুন ২০২২ পর্যন্ত। তারপর UPSC CDS II লিখিত পরীক্ষা হয়েছিল২০২২ সালের সেপ্টেম্বর মাসে । এই পরীক্ষায় পাস করা প্রার্থীদের আবার ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল। পদ অনুযায়ী বয়সসীমা ও যোগ্যতা নির্ধারণ করা হয়েছিল। সম্প্রতি, UPSC NDA, NA II-এর চূড়ান্ত ফলাফলও ঘোষণা করেছে। ফলাফলে মোট ৫৩৮ জন পরীক্ষার্থী সফল হয়েছেন।
advertisement
advertisement
ভারতীয় মিলিটারি অ্যাকাডেমি, ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি, ইজিমালা, কেরালা এক্সিকিউটিভ ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস)/হাইড্রোর জন্য ২২টি পদ এবং হায়দরাবাদের এয়ার ফোর্স অ্যাকাডেমির জন্য ৩২টি পদ এই পরীক্ষার মাধ্যমে পূরণ করা হবে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ পুলিশে চাকরির সুবর্ণ সুযোগ! হাজারের বেশি কর্মী নিয়োগ করা হবে, এ সুযোগ হাতছাড়া করবেন না
advertisement
UPSC CDS II ২০২২-এর চূড়ান্ত ফলাফল জানার জন্য নিম্নলিখিত পদ্ধতি গুলি অবলম্বন করুন
১) UPSC-এর অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ যান।
২) হোম পেজে দেওয়া CDS II ফাইনাল রেজাল্ট আছে, সেখানে লিঙ্কে ক্লিক করুন।
৩) একটি PDF দেখতে পাবেন
৪) রোল নম্বরের লিখে সার্চ করুন।
advertisement
৫) শেষে প্রিন্ট বের করে নিন ফলাফল।
বর্তমানে আবার UPSC CMS 2023 এবং UPSC ISS 2023-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে যারা ইচ্ছুক তারা বিজ্ঞপ্তিতে নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2023 6:02 PM IST