বড় খবর! বাড়ছে শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ, হাজার শূন্যপদ বাড়ল কলেজে কলেজে অধ্যাপক নিয়োগে
- Published by:Uddalak B
Last Updated:
অন্য দিকে, ইতোমধ্যেই সেট পরীক্ষার প্রস্তুতিও জোরকদমে কমিশনের।
#কলকাতা: রাজ্যের কলেজগুলিতে সহকারী অধ্যাপক নিয়োগের শূন্যপদ বাড়ছে। কলেজ সার্ভিস কমিশন, সূত্রের খবর এক হাজারেরও বেশি শূন্য পদে বেড়েছে এখনও পর্যন্ত সহকারী অধ্যাপক নিয়োগে। ৩১ ডিসেম্বর পর্যন্ত যত সংখ্যক অধ্যাপক বিভিন্ন কলেজগুলিতে রাজ্য জুড়ে অবসর নেবেন এবং তার দরুণ যে শূন্যপদ তৈরি হবে সেই তালিকা রাজ্যজুড়ে কলেজগুলিকে পাঠাতে বলেছিল কলেজ সার্ভিস কমিশন।
যদিও সেই তালিকা ৩১ জানুয়ারির মধ্যে পাঠাতে বলেছে কমিশন। তবে এখনও পর্যন্ত যে শূন্যপদের তালিকা এসেছে তাতে দেখা যাচ্ছে প্রায় এক হাজারেরও বেশি শূন্যপদ বেড়েছে সহকারী অধ্যাপক নিয়োগে। তবে সেই শূন্য পদ আরও বাড়বে বলেই মনে করছেন কমিশনের আধিকারিকরা। যেহেতু এখন পর্যাপ্ত সময় রয়েছে কলেজগুলি থেকে তথ্য আসার। ইতিমধ্যেই সহকারী অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুন: নজিরবিহীন! সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁস আটকাতে মাধ্যমিক নিয়ে বড় পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের
advertisement
আরও পড়ুন: ক্লাসে ব্ল্যাকবোর্ডের জায়গা নিয়েছে স্মার্ট কম্পিউটার, জেলার মধ্যে প্রথম স্মার্ট সরকারি স্কুল
জানুয়ারি মাসে কলেজ সার্ভিস কমিশন সেট নেওয়ার জন্য চলতি মাসে অবশ্য কোনও ইন্টারভিউ প্রক্রিয়া করছে না কমিশন। তবে ফেব্রুয়ারি মাস থেকে ফির দ্রুতগতিতে ইন্টারভিউ নেবে কমিশন। সেক্ষেত্রে মার্চের মাঝামাঝি গোটা ইন্টারভিউ প্রক্রিয়ায় শেষ করে দিতে পারা যাবে বলেই কমিশনের আধিকারিকরা আশাবাদী। তারপরই মার্চের শেষ দিক থেকে বিষয়ভিত্তিক প্যানেল প্রকাশ করতে শুরু করবে কলেজ সার্ভিস কমিশন।তবে প্রথম পর্যায়ে ছোট বিষয়গুলি অর্থাৎ যে বিষয়গুলিতে শূন্য পদ কম রয়েছে সেই বিষয়গুলির প্যানেল আগে প্রকাশ করতে পারে কমিশন বলেই সম্ভাবনা রয়েছে।
advertisement
অন্য দিকে, ইতোমধ্যেই সেট পরীক্ষার প্রস্তুতিও জোরকদমে কমিশনের। রবিবার রাজ্যজুড়ে সেট নেওয়া হবে। প্রায় ৮৫ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। রাজ্যজুড়ে ১০৮ পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে। এর মধ্যে ৯২ কলেজ এবং ১৬ বিশ্ববিদ্যালয় নেওয়া হবে এই পরীক্ষা। অন্য দিকে এ বাড়ি একাধিক বিষয়ে ইংরেজি পাশাপাশি বাংলাতেও প্রশ্ন করা হবে সেট পরীক্ষায়। হিউম্যানিটিজ এবং সোশ্যাল সাইন্স এর বিষয়গুলিতে বাংলায় প্রশ্নপত্র করার সিদ্ধান্ত নিয়েছে কলেজ সার্ভিস কমিশন। পাশাপাশি সেট পরীক্ষার নিরাপত্তার জন্য জেলা প্রশাসন গুলিকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কলেজ সার্ভিস কমিশন। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে দু’জন করে অবজারভারও নিয়োগ করেছে কলেজ সার্ভিস কমিশন।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2023 4:09 PM IST