Technology Sector Layoffs: প্রযুক্তি খাতে হাজার হাজার কর্মী ছাঁটাই, মন্দার ভয়ে কাঁপছে আমেরিকা! দেশে এর কী প্রভাব পড়তে পারে?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Technology Sector Layoffs in USA: স্বাভাবিকভাবেই আমেরিকায় চাকরির বাজারে চূড়ান্ত ডামাডোল। একাধিক প্রযুক্তি কোম্পানি জানুয়ারিতে ১০২,৯৪৩ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। যা ডিসেম্বরে ৪৩,৬৫১ ছাঁটাইয়ের থেকে ১৩৬ শতাংশ বেশি।
কলকাতা: ২০০৮ সালের পর সারা বিশ্বে আবার মন্দার আশঙ্কা। বিশেষ করে রিয়েল এস্টেট, ফুড এবং আইটি কোম্পানিগুলো এই নিয়ে আতঙ্কে ভুগছে। তার প্রভাব পড়ছে বাজারে। গণহারে চলছে কর্মীছাঁটাই।
স্বাভাবিকভাবেই আমেরিকায় চাকরির বাজারে চূড়ান্ত ডামাডোল। একাধিক প্রযুক্তি কোম্পানি জানুয়ারিতে ১০২,৯৪৩ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। যা ডিসেম্বরে ৪৩,৬৫১ ছাঁটাইয়ের থেকে ১৩৬ শতাংশ বেশি। একটি প্রতিবেদনে নতুন ছাঁটাইয়ের খবর জানানো হয়েছে।
গ্লোবাল আউটপ্লেসমেন্ট এবং বিজনেস এবং একজিকিউটিভ কোচিং ফার্ম, চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাস, ইনকর্পোরেটেডের একটি প্রতিবেদন অনুসারে, ২০২২ সালের জানুয়ারি মাসে ঘোষিত ১৯,০৬৪ ছাঁটাইয়ের চেয়ে এই সংখ্যা ৪৪০ শতাংশ বেশি।
advertisement
advertisement

প্রযুক্তি কোম্পানিগুলোই সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই করছে। যা জানুয়ারিতে ঘোষিত সমস্ত কোম্পানির ছাঁটাইয়ের ৪১ শতাংশ। অ্যামাজন থেকে মেটা, অ্যালফাবেট থেকে গুগল, প্রায় প্রতিটা বড় প্রযুক্তি কোম্পানিতেই হাজার হাজার কর্মী কাজ হারিয়েছেন।
advertisement
এটি ২০২২ সালের ডিসেম্বরে ঘোষিত ১৬,১৯৩টি ছাঁটাইয়ের চেয়ে ১৫৮ শতাংশ বেশি এবং ২০২২ সালের জানুয়ারিতে ট্র্যাক করা ৭২টির চেয়ে ৫৭,৯৯৬ শতাংশ বেশি৷ শ্রম বিশেষজ্ঞ এবং চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাস, ইনকর্পোরেটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু চ্যালেঞ্জর বলছেন, ‘করোনা মহামারীর সময় প্রযুক্তি কোম্পানিগুলো ব্যাপক নিয়োগ করেছিল। এখন চলছে ছাঁটাইয়ের পালা’। সঙ্গে তিনি যোগ করেন, ‘কোম্পানিগুলো অর্থনৈতিক মন্দার সঙ্গে লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। নিয়োগ কমিয়ে দিয়েছে। সঙ্গে চলছে বিপুল কর্মী ছাঁটাই’।
advertisement
মিডিয়া ইন্ডাস্ট্রিও ৭৫৪ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। ২০২১ সালের জুনে ১০০১ কর্মীকে ছাঁটাই করা হয়। তারপর থেকে এটাই এক মাসে সর্বোচ্চ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা বলে অনুমান করা হচ্ছে। এর মধ্যে ডিজিটাল, প্রিন্ট এবং স্যাটেলাইট চ্যানেলের কর্মীরা আছেন।
advertisement
জানুয়ারিতে, মার্কিন নিয়োগকর্তারা ৩২,৭৬৪ জন কর্মী নিয়োগ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন, প্রাথমিকভাবে বিনোদন সেক্টরে। এটি ২০২২ সালের জানুয়ারিতে ঘোষিত ৭৭,৬৩০- এর থেকে ৫৮ শতাংশ এবং গত বছরের ডিসেম্বরে ঘোষিত ৫১,৬৯৩ নতুন চাকরির থেকে ৩৭ শতাংশ কম, প্রতিবেদনে বলা হয়েছে।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 09, 2023 4:36 PM IST