Shani Gochar: শনি গোচর! এই পাঁচ রাশির জীবনে চলতে পারে তাণ্ডব, ২০২৫ সাল পর্যন্ত ফল ভুগতে হতে পারে!
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Shani Gochar: শাস্ত্র অনুসারে, শুধুমাত্র শনিদেবই কোনও মানুষের কর্মফল প্রদান করে থাকেন, অর্থাৎ, একজন ব্যক্তিকে তাঁর কৃতকর্ম অনুসারে ফল দেন। যাঁরা ভাল কাজ করেন তাঁরা ভাল ফল পান এবং যাঁরা খারাপ কাজ করেন তাঁদের শনির প্রকোপে অশুভ ফল ভোগ করতে হয়।
ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে শনিদেবের প্রবল প্রতাপ। শনিদেবকে বলা হয় ন্যায়ের দেবতা। শাস্ত্র অনুসারে, শুধুমাত্র শনিদেবই কোনও মানুষের কর্মফল প্রদান করে থাকেন, অর্থাৎ, একজন ব্যক্তিকে তাঁর কৃতকর্ম অনুসারে ফল দেন। যাঁরা ভাল কাজ করেন তাঁরা ভাল ফল পান এবং যাঁরা খারাপ কাজ করেন তাঁদের শনির প্রকোপে অশুভ ফল ভোগ করতে হয়। Representative Image
advertisement
অনেক সময়ই শনি গ্রহকে একটি অশুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু বিষয় হল যাঁর উপর শনির বক্রদৃষ্টি পড়ে তাঁর জীবনেই কেবল নানা রকম অসুবিধা তৈরি হতে পারে। আবার শনির শক্তির কারণে ভারতীয় নাগরিকেরা সুখ ও সুবিধা পেয়ে থাকেন বলেও মনে করে জ্যোতিষশাস্ত্র। পঞ্জিকা অনুসারে, শনিদেব গত ১৭ জানুয়ারি, ২০২৩ তারিখে কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন। কুম্ভ রাশিতে শনিদেবের এই গোচরের ফলে নানা রকম ঘটনা ইতিমধ্যেই ঘটতে শুরু করেছে বলে বিশ্বাস। শনিদেব ২০২৫ সাল পর্যন্ত কুম্ভ রাশিতেই অবস্থান করবেন। আগামী ২৯ মার্চ, ২০২৫ তারিখে শনিদেব পাড়ি দেবেন তাঁর দ্বিতীয় রাশিতে। কুম্ভ রাশিতে শনির অবস্থানের সময়, পাঁচটি রাশির জাতক-জাতিকা অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন।
advertisement
advertisement
advertisement
বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির তৃতীয় ও চতুর্থ ঘরের অধিপতি শনি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের উপর শনির ঢাইয়া শুরু হয়েছে, এই ঢাইয়া তাঁদের উপর প্রায় আড়াই বছর বজায় থাকবে। সেক্ষেত্রে জাতক-জাতিকাকে চাকরি পরিবর্তনে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীরাও সমস্যায় পড়তে পারেন। সম্পত্তি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ হতে পারে।
advertisement
advertisement
advertisement
প্রতিকার- তুষ্ট করতে, আশীর্বাদ পেতে প্রতি শনিবার শনিদেবকে সরষের তেল নিবেদন করা উচিত।- শনিবার সরষের তেলের প্রদীপ জ্বালানো উচিত। - শনি দোষ কমাতে শনিবার দানও করতে পারেন যে কেউ। শনিবার লোহা, কালো কাপড়, কালো ডাল, সরষের তেল দান করতে হবে। - শনিবার ‘ওম প্রাং প্রীং প্রৌং সঃ শনৈশ্চরায় নমঃ’ এবং ‘ওম শং শনৈশ্চরায় নমঃ’ মন্ত্রদুটি জপ করতে হবে। ( প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)