Exclusive: শিক্ষক নিয়োগে নজিরবিহীন সিদ্ধান্ত! 'প্রাথমিকে' ইন্টারভিউ হবে 'ক্যামেরাবন্দি'! যা জানালেন পর্ষদ সভাপতি

Last Updated:

Exclusive: পর্ষদ সভাপতি গৌতম পাল নিউজ ১৮ বাংলাকে জানান 'ইন্টারভিউতে ডাক পাওয়া চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ ঘরে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত গোটা প্রক্রিয়াটি আমরা ক্যামেরায় রেকর্ডিং করব।'

প্রাথমিক শিক্ষা পর্ষদ
প্রাথমিক শিক্ষা পর্ষদ
#কলকাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে এবার নজিরবিহীন সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের। 'ভিডিও রেকর্ডিং' করে নেওয়া হবে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ। চলতি নিয়োগ প্রক্রিয়া থেকেই এই পদ্ধতি কার্যকর করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ ঘরে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত গোটা প্রক্রিয়াটি ভিডিও রেকর্ডিং করে রাখতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ।
মূলত দুটি পর্যায় এই ইন্টারভিউ প্রক্রিয়াকে কেন্দ্র করে ভিডিও রেকর্ডিং হবে। চাকরি প্রার্থীরা যখন ইন্টারভিউ দিতে ঘরে ঢুকবেন তখন তাদের বিভিন্ন ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশনের সময় গোটা প্রক্রিয়াটি করা হবে ভিডিও রেকর্ডিং। পাশাপাশি তারপর যখন বিশেষজ্ঞরা চাকরিপ্রার্থীদের প্রশ্ন করবেন সেই প্রক্রিয়াটি ও করা হবে ভিডিও রেকর্ডিং। শুধু তাই নয়, বিশেষজ্ঞদের সঙ্গে চাকরি প্রার্থীদের গোটা ইন্টারভিউ প্রক্রিয়াটি করা হবে ভিডিও রেকর্ডিং। মূলত নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে এবার স্বচ্ছতা আনতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার জন্যই এই নজির বিহীন পদক্ষেপ বলেই দাবি পর্ষদের।
advertisement
advertisement
পর্ষদ সভাপতি গৌতম পাল নিউজ ১৮ বাংলাকে বলেন 'ভেরিফিকেশন ও ইন্টারভিউ দুটো প্রক্রিয়ায় হবে ভিডিও রেকর্ডিং। আধুনিক যুগে এই পদ্ধতিতেই ইন্টারভিউ নেওয়া উচিত। আমরা চাই গোটা প্রক্রিয়ায় যেন স্বচ্ছতা বজায় থাকে। 'সাম্প্রতিক সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তদন্ত করছে। ইডি, সিবিআই এর মত তদন্তকারী সংস্থা তদন্ত করছে, নিয়োগ প্রক্রিয়া নিয়ে। পাশাপাশি বিভিন্ন সময় নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে চাকরিপ্রার্থীদেরও একাধিক অভিযোগ উঠে আসে। বিশেষত ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরে ম্যানুপুলেশন করা থেকে শুরু করে গরমিল বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ এই সরব হন চাকরিপ্রার্থীরা। এবারের নিয়োগ প্রক্রিয়া থেকে যাতে এই ধরনের অভিযোগ উঠলে তৎক্ষণাৎ পর্ষদের তরফে প্রয়োজনীয় উত্তর দেওয়া যায় তার জন্যই এই ভিডিও রেকর্ডিং করার সিদ্ধান্ত বলেই দাবি পর্ষদের।
advertisement
এ প্রসঙ্গে বলতে গিয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল নিউজ ১৮ বাংলাকে বলেন, 'অনেক সময় ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর নিয়ে চাকরিপ্রার্থীদের অভিযোগ থাকে। সেই অভিযোগকে কেন্দ্র করে যাতে প্রয়োজনীয় উত্তর দেওয়া যায় তার জন্যই এই ভিডিও রেকর্ডিং করা। 'প্রত্যেক চাকরিপ্রার্থীদেরই ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে নথিবদ্ধ করা হবে বলেই জানিয়েছেন পর্ষদ সভাপতি। আগামী ২১শে অক্টোবর থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদনপত্র দিতে শুরু করবে। এর জন্য একটি নির্দিষ্ট পোর্টাল ও চালু করছে পর্ষদ।
advertisement
 সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Exclusive: শিক্ষক নিয়োগে নজিরবিহীন সিদ্ধান্ত! 'প্রাথমিকে' ইন্টারভিউ হবে 'ক্যামেরাবন্দি'! যা জানালেন পর্ষদ সভাপতি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement