Recruitment 2022|| ৩,০০,০০০ টাকা বেতন! টেলিকমিউনিকেশন কনসালটেন্টস ইন্ডিয়ায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি! জানুন বিস্তারিত
- Published by:Shubhagata Dey
Last Updated:
TCIL RECRUITMENT 2022, SALARY UP TO 300000: টেলিকমিউনিকেশন কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে একজিকিউটিভ ডিরেক্টর (ফাইনান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে।
#কলকাতাঃ সম্প্রতি টেলিকমিউনিকেশন কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে একজিকিউটিভ ডিরেক্টর (ফাইনান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে বিশদে জানতে প্রার্থীরা টেলিকমিউনিকেশন কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
গুরুত্বপূর্ণ তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের ৩০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময় সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, বেতন হতে পারে ৫৫ হাজার অবধি
শূন্যপদের সংখ্যা ও বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | টেলিকমিউনিকেশন কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড |
পদের নাম | একজিকিউটিভ ডিরেক্টর (ফাইনান্স অ্যান্ড অ্যাকাউন্টস) |
শূন্যপদের সংখ্যা | ১ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩০-১১-২০২২ |
advertisement
আরও পড়ুনঃ ইডি-তে চাকরির সুযোগ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে প্রচুর পদে নিয়োগ চলছে
আবেদনের যোগ্যতা:
প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ২ বছরের পূর্ণ সময়ের এমবিএ (ফাইনান্স)/ পিজিডিএম (ফাইনান্স) ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও আইসিএআই বা আইসিডব্লুএআই থেকে সিএ বা আইসিডব্লুএ ডিগ্রি প্রাপ্তরা আবেদনের যোগ্য।
কাজের অভিজ্ঞতা:
advertisement
প্রার্থীর নিম্নলিখিত ক্ষেত্রে প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে—
গ্রাহকের সঙ্গে যোগাযোগে দক্ষতা, প্রেজেন্টেশনের দক্ষতা, নেটওয়ার্ক তৈরির দক্ষতা।
মাইক্রোসফট এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং ওয়ার্ডে কাজের দক্ষতা।
ভাল নেতৃত্বদানের ক্ষমতা এবং কাজের দক্ষতা।
ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স, জিএসটির নিয়মকানুন, ইনকাম ট্যাক্স ল, অ্যাকাউনিং/ফাইন্যান্সিয়াল রুলস, পলিসিতে জ্ঞান।
শর্ট-টার্ম এবং লং-টার্ম ফাইন্যান্সিয়াল প্ল্যান তৈরি।
বিজনেস প্ল্যানের বিভিন্ন প্রজেক্ট অ্যাপ্রাইজাল এবং কস্ট-বেনিফিট অ্যানালিসিস।
advertisement
আর্থিক পরিকল্পনা, বাজেট এবং বাজেট নিয়ন্ত্রণের অভিজ্ঞতা।
ট্যাক্স ফাইল করা, ফাইন্যান্সিয়াল রিটার্ন, ট্যাক্স কমপ্লাইয়েন্স এবং ট্যাক্স প্ল্যানিংয়ে অভিজ্ঞতা।
ইন্টার্নাল ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, ফান্ড ম্যানেজমেন্ট, ব্যাঙ্ক/ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের নানা কাজের অভিজ্ঞতা।
অডিটিংয়ে অভিজ্ঞতা, ফাইন্যান্সিয়াল এবং অ্যাকাউন্টস পলিসির নানান অভিজ্ঞতা এবং প্রার্থীদের ইন্টারনাল ফাইন্যান্সিয়াল মনিটরিং এবং কন্ট্রোলে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
আরও পড়ুনঃ এআইআর ইন্ডিগোতে চাকরির সুযোগ, বিস্তারিত জানতে পড়ুন
বয়সসীমা:
advertisement
আবেদনের শেষ তারিখ অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমা ৫৬ বছরের মধ্যে হতে হবে। (প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের জন্য বয়সসীমায় এক বছরের শিথিলতা প্রদান করা হয়েছে) ।
বেতন:
পে স্কেল হবে ই৯-আইডিএ। মাসিক বেতন ১৫০০০০– ৩০০০০০ টাকা। কোম্পানির নিয়ম অনুযায়ী অন্য ভাতা যেমন এইচআরএ, মেডিক্যাল, এলটিসি ইত্যাদিও দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
advertisement
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে আবেদন করতে হবে। এরপর আবেদনপত্র ও সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ প্রার্থীদের এই ঠিকানায় পাঠাতে হবে, “The General Manager (HR), Telecommunications Consultants India Ltd., TCIL Bhawan, Greater Kailash –I, New Delhi – 110048”। শুধুমাত্র অফলাইন মোডে নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র গ্রহণ করা হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এই অফিসিয়াল নোটিশের লিঙ্কে ক্লিক করুন...
কাজের বিবরণ:
নির্বাচিত প্রার্থীকে ফিনান্স এবং অ্যাকাউন্টস ফাংশনগুলির ইনচার্জ এবং আর্থিক পরিকল্পনা, বাজেট, খরচ, আর্থিক নিয়ন্ত্রণ এবং কর্পোরেট নিয়ম মেনে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বিভিন্ন স্ট্যাচুটারি চাহিদা পূরণ করা।
আর্থিক বিষয়ে ফাইন্যান্সিয়াল ডিরেক্টরকে পরামর্শ দেওয়া, অর্থ ও রাজস্ব সম্পর্কিত বিভিন্ন আইন ও বিধি বিষয়ে সচেতন করা। ফাইন্যান্সিয়াল ম্যানেজার দলকে নেতৃত্ব দেওয়া, পরামর্শ দেওয়া এবং তাদের কর্মক্ষমতা নিরীক্ষণ করা।
ফাইন্যান্সিয়াল এবং অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং পে-রোল ম্যানেজমেন্টের দেখাশোনা।
আর্থিক পরিকল্পনা ও বাজেট নিয়ন্ত্রণ।
প্রকল্পের আর্থিক মূল্যায়ন, নিলাম, দরপত্র তদারক।
ফান্ড ম্যানেজমেন্ট দেখাশোনা করা, অ্যাকাউন্ট ফাইনাল করা।
বিভিন্ন ফাইন্যান্সিয়াল রিটার্ন পূরণ করা, জিএসটি পূরণ করা, ট্যাক্স ল এবং
ট্যাক্স প্ল্যানিং বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করা।
ফরেন ফান্ড ম্যানেজমেন্ট, আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ-সহ ফান্ড ম্যানেজমেন্ট করা।
কোম্পানির ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং পলিসি, ইন্টারনাল ফাইন্যান্সিয়াল মনিটরিং এবং কন্ট্রোল বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করা ইত্যাদি।
Location :
First Published :
October 19, 2022 5:44 PM IST