হোম /খবর /চাকরি /
সুপ্রিম কোর্টে ক্লার্ক-কাম-রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ; জানুন বিশদে!

Supreme Court Recruitment 2023: সুপ্রিম কোর্টে ক্লার্ক-কাম-রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ; জানুন বিশদে!

বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০.০৪.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

  • Share this:

    নয়াদিল্লি: সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ক্লার্ক-কাম-রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

    সুপ্রিম কোর্ট রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ

    প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০.০৪.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

    আরও পড়ুন: অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে নার্সিং অফিসার নিয়োগ, জানুন বিশদে!

    এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

    সংস্থাসুপ্রিম কোর্ট
    পদের নামক্লার্ক-কাম-রিসার্চ অ্যাসোসিয়েট
    শূন্যপদের সংখ্যাবিশদ দেখুন
    কাজের স্থানবিশদ দেখুন
    নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
    আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
    শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
    বেতনক্রমবিশদ দেখুন
    আবেদন পদ্ধতিঅনলাইন
    আবেদনের শেষ তারিখ৩০.০৪.২০২৩

    সুপ্রিম কোর্ট রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা

    প্রার্থীদের ল শাখায় স্নাতক হতে হবে। ল ক্লার্ক হিসাবে নিয়োগের পূর্বে সরকার স্বীকৃত যে কোনও স্কুল/ কলেজ/ বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ল’য়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অ্যাডভোকেট হিসাবে জন্য বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে নাম রেজিস্ট্রেশন করা থাকতে হবে। পাঁচ বছরের ল কোর্সে পঞ্চম বর্ষে বা যে কোনও স্ট্রিমে স্নাতক হওয়ার পর তিন বছরের ল কোর্সের তৃতীয় বর্ষে যাঁরা অধ্যয়ন করছেন তাঁরাও ল ক্লার্ক কাম-রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে আবেদন করার যোগ্য। প্রার্থীর অবশ্যই রিসার্চ এবং অ্যানালিসিস, লেখার ক্ষমতা এবং কম্পিউটারে বিশেষ জ্ঞান থাকতে হবে। বিভিন্ন সার্চ ইঞ্জিন বা প্রসেস যেমন ই-এসসিআর, এসসিসি অনলাইন, লেক্সিসনেক্সিস, ওয়েস্টলা ইত্যাদি থেকে ইনফরমেশন রিকভার করা সহ আরও বিভিন্ন কাজ জানতে হবে।

    আরও পড়ুন: অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে নার্সিং অফিসার নিয়োগ, জানুন বিশদে!

    সুপ্রিম কোর্ট রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা

    প্রার্থীদের আবেদনের ন্যূনতম বয়সসীমা ২০ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।

    সুপ্রিম কোর্ট রিক্রুটমেন্ট ২০২৩: বেতন

    নির্বাচিত প্রার্থীরা মাসিক ৮০০০০ টাকা বেতন পাবেন।

    সুপ্রিম কোর্ট রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন ফিআবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

    First published:

    Tags: Central government job, Job alert, Job Vacancy