SSC || Teacher Recruitement: ১০২ শূন্যপদ এসএসসি নবম-দশমে! নিয়োগ হয়নি কেন? ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
- Published by:Sanjukta Sarkar
- Written by:ARNAB HAZRA
Last Updated:
SSC || Teacher Recruitement: কেন তালিকার শুধু ৬৫ জনকে কাউন্সেলিং-এর জন্য ডাকা হয়েছে? এবার মঙ্গলবারের মধ্যে এই নিয়ে এসএসসি'র হলফনামা তলব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
#কলকাতা: নবম-দশমে এসএসসি'র ঘোষিত বাতিল হওয়া ১০২ শূন্যপদে নিয়োগ না হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ১০২ শূন্যপদে কাউন্সেলিং কেন হয়নি ২৪ ডিসেম্বরের মধ্যে? প্রশ্ন বিচারপতির। কেন তালিকার শুধু ৬৫ জনকে কাউন্সেলিং-এর জন্য ডাকা হয়েছে? এবার মঙ্গলবারের মধ্যে এই নিয়ে এসএসসি'র হলফনামা তলব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
শেষ ১ বছরে ২০০০০ শিক্ষকের বদলি হয়েছে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে। অনেক স্কুলে বর্তমানে শূন্যপদ রয়েছে কিনা তা শিক্ষা দফতর থেকে জানতে হচ্ছে এসএসসিকে। তাই ২৪ ডিসেম্বরের মধ্যে হাইকোর্টের নির্দেশ মতো ১০২ শূন্যপদে কাউন্সেলিং করা যায়নি। ৬৫ জনের বেশি ওয়েট লিস্টেড পরীক্ষার্থী না থাকায় আর ডাকা হয়নি বলেই এদিন জানান স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী। এই বিষয়ে মঙ্গলবারের মধ্যে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয় কমিশনকে। এই মামলার পরবর্তী শুনানি মঙ্গলবারই। আইনজীবী জানান, এক্ষেত্রে ৬৫-র বেশি ওয়েট লিস্টেড পরীক্ষার্থী না থাকায় কাউন্সেলিং -এর জন্য ডাকা হয়নি।
advertisement
advertisement
এদিকে এরইমধ্যে ফের এসএসসি নিয়োগের ভ্রান্তি নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন ববিতা সরকার। তাঁকে ভুলবশত ২ নম্বর অতিরিক্ত দিয়েছে এসএসসি। এমনটাই দাবি ববিতা সরকারের। আর এই ভুল নম্বর দেওয়ার জন্য এসএসসির তরফের ব্যাখ্যা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ববিতা সরকার। আদালতের নির্দেশে সম্প্রতি বিভিন্ন নথি নিজেদের ওয়েবসাইটে আপলোড করেছে এসএসসি। সেই নথি দেখেই সন্দিহান ববিতা সরকার। যারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। আগামী পরশু শুনানি।
Location :
First Published :
January 02, 2023 4:02 PM IST