SSC: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের কাউন্সিলিং! সুপ্রিম কোর্টে কাভিয়েট দাখিল করল স্কুল সার্ভিস কমিশন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
SSC: সুপ্রিম কোর্টে কাভিয়েট দাখিল করল স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল এসএসসি।
কলকাতা: সুপ্রিম কোর্টে কাভিয়েট দাখিল করল স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল এসএসসি। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার একতরফা শুনানি আটকাতে এই কাভিয়েট দাখিল বলেই দাবি কমিশনের।
বুধবারই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর। বর্তমানে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া চলছে। সেই কাউন্সেলিং প্রক্রিয়ায় যাতে স্থগিতাদেশ না দেয় সুপ্রিম কোর্ট বা একতরফা মামলা হয়ে যাতে শুনানি না হয়ে যায় তার জন্য সতর্ক এসএসসি।
advertisement
advertisement
এদিকে, শিক্ষক নিয়োগের কাউন্সেলিং-এর প্রক্রিয়ায় ক্রমশই বাড়ছে অনুপস্থিতির সংখ্যা। মঙ্গলবার পর্যন্ত ১০০ জনের বেশি অনুপস্থিত থাকলেও বুধবার সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭৩ জন। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর বুধবারে প্রায় ৭০ জন অনুপস্থিত ছিলেন কাউন্সেলিং প্রক্রিয়ায়। যা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে স্কুল সার্ভিস কমিশনের অন্দরে। দীর্ঘ আট বছরেরও বেশি সময়সীমা পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আশার আলো দেখতে শুরু করেছে। কিন্তু এবার সেই নিয়োগ প্রক্রিয়াতেই বড় অঘটন উদ্বেগ বাড়াচ্ছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2023 3:23 PM IST