কলকাতা: এসএসসি নিয়োগে আবারও প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। কাউন্সেলিং ছাড়াই নবম-দশমে নিয়োগপত্র দেওয়ার ঘটনা এবার উঠে এল আদালতে। কাউন্সেলিং ছাড়া ইংরেজি শিক্ষক পদে চাকরি দেওয়ার অভিযোগ উঠল শিক্ষক নিয়োগে। এসএসসি কাণ্ডে হতবাক বিচারপতি বিশ্বজিৎ বসু। এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের রিপোর্ট তলব করল আদালত। আগামী সপ্তাহে রিপোর্ট পেশ হতে পারে।
আদালতে প্রশ্ন উঠেছে বীরভূমের পরীক্ষার্থী সালমা সুলতানার রোল নম্বরে কার নিয়োগ হয়েছে? অভিযোগ, SLST উত্তীর্ণ সালমা সুলতানা ইন্টারভিউ দেন। এরপর কাউন্সেলিং জন্য আজ পর্যন্ত সালমাকে ডাকা হয়নি৷ অথচ তাঁর রোল নম্বরে সুপারিশ এবং নিয়োগপত্র প্রদান হয়েছে।
সালমা সুলতানার দাবি, ৪৯ টি সঠিক উত্তর দিয়েছেন ইন্টারভিউতে। তা সত্বেও ওয়েটিং লিস্ট এ তাঁর নাম না থাকতেই ধন্ধে পরে যান তিনি। তাঁর প্রশ্ন, "সঠিক উত্তর দেওয়া সত্বেও কী ভাবে আমার নাম চলে যায়? অবাক হয়েছিলাম। আমাকে কাউন্সেলিং-এ না ডেকে কাকে তাহলে নিয়োগপত্র দিল এস এস সি? সেটাই আদালতের কাছে জানতে চেয়েছি।"
সালমা সুলতানার আইনজীবী ফিরদৌস সামিম জানান, "গোথা এ আর স্কুলের ঘটনায় এখন দিনের আলোর মত স্পষ্ট চাকরিতে রাজ্যে সুপারিশ পত্র, নিয়োগপত্র এবং অ্যাপ্রুভাল লেটার জালিয়াতি হয়। সালমা সুলতানার রোল নম্বরে কী ঘটেছে তা সহজেই অনুমেয়। হাইকোর্টের রিপোর্ট পেশের অপেক্ষায় আছি।" প্রসঙ্গত, এই মামলায় ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের রিপোর্ট চেয়েছে আদালত। আগামী সপ্তাহে রিপোর্ট পেশ হতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: SSC, West Bengal Recruitment Scam