SSC Recruitment Scam: এসএসসি নিয়োগে চরম দুর্নীতি! কাউন্সেলিং ছাড়াই নিয়োগপত্র? বিস্ফোরক অভিযোগ ফাঁস আদালতে

Last Updated:

SSC Recruitment Scam: এসএসসি কাণ্ডে হতবাক বিচারপতি বিশ্বজিৎ বসু। এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের রিপোর্ট তলব করল আদালত। আগামী সপ্তাহে রিপোর্ট পেশ হতে পারে।

কলকাতা: এসএসসি নিয়োগে আবারও প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। কাউন্সেলিং ছাড়াই নবম-দশমে নিয়োগপত্র দেওয়ার ঘটনা এবার উঠে এল আদালতে। কাউন্সেলিং ছাড়া ইংরেজি শিক্ষক পদে চাকরি দেওয়ার অভিযোগ উঠল শিক্ষক নিয়োগে। এসএসসি কাণ্ডে হতবাক বিচারপতি বিশ্বজিৎ বসু। এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের রিপোর্ট তলব করল আদালত। আগামী সপ্তাহে রিপোর্ট পেশ হতে পারে।
আদালতে প্রশ্ন উঠেছে বীরভূমের পরীক্ষার্থী সালমা সুলতানার রোল নম্বরে কার নিয়োগ হয়েছে? অভিযোগ, SLST উত্তীর্ণ সালমা সুলতানা ইন্টারভিউ দেন। এরপর কাউন্সেলিং জন্য আজ পর্যন্ত সালমাকে ডাকা হয়নি৷ অথচ তাঁর রোল নম্বরে সুপারিশ এবং নিয়োগপত্র প্রদান হয়েছে।
advertisement
advertisement
সালমা সুলতানার দাবি, ৪৯ টি সঠিক উত্তর দিয়েছেন ইন্টারভিউতে। তা সত্বেও ওয়েটিং লিস্ট এ তাঁর নাম না থাকতেই ধন্ধে পরে যান তিনি। তাঁর প্রশ্ন, "সঠিক উত্তর দেওয়া সত্বেও কী ভাবে আমার নাম চলে যায়? অবাক হয়েছিলাম। আমাকে কাউন্সেলিং-এ না ডেকে কাকে তাহলে নিয়োগপত্র দিল এস এস সি? সেটাই আদালতের কাছে জানতে চেয়েছি।"
advertisement
সালমা সুলতানার আইনজীবী ফিরদৌস সামিম জানান, "গোথা এ আর স্কুলের ঘটনায় এখন দিনের আলোর মত স্পষ্ট চাকরিতে রাজ্যে সুপারিশ পত্র, নিয়োগপত্র এবং অ্যাপ্রুভাল লেটার জালিয়াতি হয়। সালমা সুলতানার রোল নম্বরে কী ঘটেছে তা সহজেই অনুমেয়। হাইকোর্টের রিপোর্ট পেশের অপেক্ষায় আছি।" প্রসঙ্গত, এই মামলায় ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের রিপোর্ট চেয়েছে আদালত। আগামী সপ্তাহে রিপোর্ট পেশ হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
SSC Recruitment Scam: এসএসসি নিয়োগে চরম দুর্নীতি! কাউন্সেলিং ছাড়াই নিয়োগপত্র? বিস্ফোরক অভিযোগ ফাঁস আদালতে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement