Trending|| Viral Wedding: ৩ সন্তানের বাবা, তিন তিনটে ডিভোর্স.... চতুর্থবার বিয়ের পিঁড়িতে অভিনেতা! তৃতীয়বার সাত পাকে কনে! মহেশবাবুর ভাইয়ের বিয়ে Super ভাইরাল
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Naresh Pavitra Lokesh Marriage: দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর ভাই অভিনেতা নরেশ ৬০ বছর বয়সে চতুর্থবার নিভৃতে বিয়ে সারলেন। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। ইতিমধ্যেই ভিডিও ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে
দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর ভাই অভিনেতা নরেশ ৬০ বছর বয়সে চতুর্থবার নিভৃতে বিয়ে সারলেন। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। ইতিমধ্যেই ভিডিও ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে গত কয়েক বছর ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন অভিনেতা নরেশ বাবু এবং পবিত্রা লোকেশ। এবার দুজনে একটি সামাজিক সিলমোহর দিলেন তাঁদের সম্পর্ককে। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন দম্পতি। দক্ষিণী মতে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে।
advertisement
প্রসঙ্গত, নতুন বছরের শুরুতেই দক্ষিণের তারকা কাপল নরেশ এবং পবিত্রা লোকেশ একটি রোমান্টিক ভিডিওর মাধ্যমে তাঁদের বিয়ের ঘোষণা করেছিলেন। নরেশ তার ভক্তদের সঙ্গে তাঁর জীবনের সুখবরটি ভাগ করে নিয়ে ইনস্টাগ্রামে বিয়ের ঘোষণা করেছিলেন। সোশ্যাল মিডিয়ার পাতায় সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানানোর সময়ই, নরেশ-পবিত্রা নিশ্চিত করেছিলেন যে তাঁরা খুব শিগগিরই বিয়ে করছেন।
advertisement
দুই তারকা যুগলের এই কিসিং পোস্ট আগেই নিশ্চিত করেছিল তারা একসঙ্গে সম্পর্কে আছেন। কিন্তু সূত্রের খবর এই বিয়েতে দুজনেই খুশি হলেও তাদের সংসারে অশান্তি চলছে! সোশ্যাল মিডিয়ায় ঘোষণার পরে নরেশ বাবুর স্ত্রী সেই সময় বলেছিলেন, তিনি কোনও মূল্যেই এই সম্পর্ককে বিয়ে পর্যন্ত গড়াতে দেবেন না বাস্তবে। এমনকি সন্তানদেরও বাবার ছায়া হারাতে দেবেন না বলেও সেই সময় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন নরেশের প্রাক্তন স্ত্রী। তবে নরেশ বাবুর নতুন ভিডিও থেকে স্পষ্ট যে তিনি ঢাকঢোল পিটিয়ে না হলেও, নিরালায় নিভৃতে, ঘনিষ্ঠ ঘেরাটোপে পবিত্রাকে চতুর্থবার বিয়ে করেছেন।
advertisement
প্রসঙ্গত সুপারস্টার মহেশ বাবুর ভাই নরেশ বাবু ইতিমধ্যে তিনবার বিয়ে করেছেন। এর আগে নানা আলাদা আলাদা সমস্যার কারণে প্রতিটি স্ত্রীর সঙ্গেই তাঁর সম্পর্ক ভেঙে যায়। অবশেষে, তিনবার বিবাহ বিচ্ছেদের পর, কন্নড় অভিনেত্রী পবিত্রা লোকেশের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিন ধরে আলোচনার বিষয় ছিল এবং আপাতত চার হাত এক হল দুই প্রেমিকযুগলের।
advertisement
উল্লেখ্য, নরেশবাবু একজন অভিনেতা, রাজনীতিবিদ এবং সমাজকর্মী। তিনি ১৯৭০ সালে খুব ছোট থাকতেই অভিনয় শুরু করেন এবং প্রায় ২০০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। নরেশ তিনবার বিয়ে করে ইতিমধ্যেই ৩ সন্তানের পিতা। অভিনেতা মহেশ বাবুর সৎ ভাই নরেশবাবু দক্ষিণের বিখ্যাত অভিনেত্রী বিজয়া নির্মলা এবং কৃষ্ণমূর্তির ছেলে।
advertisement
advertisement
advertisement
advertisement
2022 সালের জুলাই মাসে পবিত্রার সঙ্গে নরেশ বাবুর সম্পর্ক দেখে তৃতীয় স্ত্রী রম্যা রেগে ফেটে পড়েন। তাঁকে জুতো ছুড়ে মারেন ও প্রকাশ্যে গালিগালাজ করতেও দেখা যায় তাঁকে। সেই সময়ের একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল যাতে মহেশ বাবুর ভাইকে তার সিক্রেট বান্ধবীর সঙ্গে লিফটের ভিতরে একান্তে দেখা যায়। যদিও নরেশ বাবু দাবি করেন যে তাঁর তৃতীয় স্ত্রী রাকেশ শেঠি নামের একজন ব্যক্তির সঙ্গে সম্পর্কে আছেন এবং তাকে ব্ল্যাকমেইল করে চলেছেন।