Recruitment 2022: রেলের চাকরির এই পরীক্ষা দিয়েছিলেন? ফল জানবেন কী ভাবে দেখুন

Last Updated:

ইতিমধ্যেই গ্রুপ ডি পরীক্ষার পঞ্চম এবং চূড়ান্ত পর্ব ১১ অক্টোবর, ২০২২ তারিখে শেষ হয়েছে।

রেলের চাকরির পরীক্ষার ফল
রেলের চাকরির পরীক্ষার ফল
#নয়াদিল্লি: সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে গ্রুপ ডি পরীক্ষার ‘আনসার কি’ শীঘ্রই প্রকাশ পেতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে INDIANRAILWAYS.GOV.IN গিয়ে খোঁজ নিতে পারেন।
ইতিমধ্যেই গ্রুপ ডি পরীক্ষার পঞ্চম এবং চূড়ান্ত পর্ব ১১ অক্টোবর, ২০২২ তারিখে শেষ হয়েছে। পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আগামী দুই সপ্তাহের মধ্যেই ‘আনসার কি’ প্রকাশ করবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: কমছে স্লিপার, বাড়ছে এসি কোচ! বাড়তে চলেছে রেলযাত্রার খরচ
প্রার্থীদের উত্তরপত্র নিয়ে কোনও অভিযোগ থাকলে তা জানাতে ৫ থেকে ৬ দিন সময় দেওয়া হবে। পূর্বে, আরআরবি এনটিপিসি নিয়োগ পরীক্ষার ‘আনসার কি’ প্রায় ১৬ দিন পরে প্রকাশিত হয়েছিল। যেহেতু রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা একাধিক ধাপে পরিচালিত হয়েছে, তাই পরীক্ষার্থীদের কর্মক্ষমতা মূল্যায়নের জন্য স্বাভাবিক নিয়মই প্রয়োগ করা হবে। পরীক্ষার পার্সেন্টাইল স্কোর যে কোনও একটি শিফটে পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীর পারফরম্যান্সের উপর ভিত্তি করে।
advertisement
advertisement
যাঁরা পরীক্ষার পঞ্চম পর্বে উত্তীর্ণ হবেন তাঁদের পরবর্তীতে ফিজিক্যাল ফিটনেস টেস্ট বা পিইটি পাস করতে হবে, তারপরে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।
আরও পড়ুন: গোটা দেশের মতো স্কুলের বার্ষিক পরীক্ষা মার্চেই হবে, জম্মু-কাশ্মীর সরকারের নয়া সিদ্ধান্ত
প্রসঙ্গত জানিয়ে রাখা ভাল, আরআরবি গ্রুপ ডি পরীক্ষার মাধ্যমে, বিভিন্ন আরআরসিতে ১.৩ লক্ষেরও বেশি পদ পূরণ করা হবে। এই পদগুলির মধ্যে রয়েছে ট্র্যাক মেইনটেনার গ্রেড-IV, বিভিন্ন প্রযুক্তিগত বিভাগে হেলপার/অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং এসএন্ডটি বিভাগ), অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান এবং অন্য পদ।
advertisement
বয়সসীমার ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছরের প্রার্থীরা এই পদে আবেদন করেছিলেন। সরকার স্বীকৃত বোর্ড থেকে যাঁরা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁরা এই পরীক্ষায় আবেদন করার যোগ্য ছিলেন। অনুমান বলছে, আরআরবি গ্রুপ ডি-র নিয়োগ পরীক্ষার জন্য প্রায় ১.২ কোটিরও বেশি প্রার্থী আবেদন করেছিলেন।
৩ অক্টোবর, রেলওয়ে বোর্ড ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত রেলওয়ের ১৭টি জোনে ১.৫২ লক্ষেরও বেশি পদ পূরণ করার আদেশ জারি করেছে।
advertisement
রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রথম ধাপটি ১৭ থেকে ২৫ অগাস্ট অনুষ্ঠিত হয়েছিল যেখানে পরীক্ষার দ্বিতীয় পর্ব ২৬ অগাস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। তৃতীয় পর্বটি ৮ সেপ্টেম্বর শুরু হয়েছিল এবং ১৯ সেপ্টেম্বর শেষ হয়েছিল। অন্যদিকে, চতুর্থ পর্ব চলে ১৯ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর। শেষ ধাপের নিয়োগ পরীক্ষা শুরু হয় ৬ অক্টোবর, ২০২২ তারিখে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Recruitment 2022: রেলের চাকরির এই পরীক্ষা দিয়েছিলেন? ফল জানবেন কী ভাবে দেখুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement