NIEPVD Vocational Instructor Recruitment 2022: ভোকেশনাল ইনস্ট্রাক্টর পদে নিয়োগ! দারুণ সুযোগ জানুন
Last Updated:
সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এমপাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ভিজ্যুয়াল ডিজঅ্যাবিলিটিজের তরফে এক বিজ্ঞপ্তি জারি ভোকেশনাল ইনস্ট্রাক্টর পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে।
সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এমপাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ভিজ্যুয়াল ডিজঅ্যাবিলিটিজের তরফে এক বিজ্ঞপ্তি জারি ভোকেশনাল ইনস্ট্রাক্টর পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এমপাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ভিজ্যুয়াল ডিজঅ্যাবিলিটিজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এমপাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ভিজ্যুয়াল ডিজএবিলিটিজ ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত একটি স্বায়ত্তশাসিত সংস্থা, এটি ডিপার্টমেন্ট অফ এমপাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ডিসএবিলিটি, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এবং এমপাওয়ারমেন্টের অধীনে কর্মরত।
আবেদনের তারিখ:
advertisement
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ২১ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ৪টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রার্থীদের চেন্নাইতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এমপাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ভিজ্যুয়াল ডিজএবিলিটিজ সেন্টারে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
ভোকেশনাল ইনস্ট্রাক্টর (কম্পিউটার ইনস্ট্রাক্টর)- ২টি পদ
যোগ্যতা:
• কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক (বিসিএ) বা সমমানের যে কোনও ডিগ্রি ধারীরা আবেদনের যোগ্য। এ ছাড়া কম্পিউটার সায়েন্স/কম্পিউটার অ্যাপ্লিকেশন/আইটিতে ন্যূনতম স্নাতকোত্তর ডিপ্লোমা সহ যে কোনও ডিগ্রি ধারীরাও আবেদনের যোগ্য।।
advertisement
বেতন- প্রতি মাসে ২৮০০০ টাকা
কাজের সময়কাল: ১১ মাস।
কম্পিউটারের মৌলিক বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে (হার্ডওয়্যার, সফ্টওয়্যার এবং পেরিফেরাল ডিভাইস)। এ ছাড়াও এমএস-অফিস, অপারেটিং সিস্টেম (ডস এবং উইন্ডোজ) এবং ইন্টারনেট অ্যাক্সেস, জেএডব্লুএস সফ্টওয়্যারের জ্ঞান অপরিহার্য।
advertisement
অভিজ্ঞতা- যে কোনও ডিসএবেলিটি প্রতিষ্ঠানে এক বছরের অভিজ্ঞতা।
ভোকেশনাল ইনস্ট্রাক্টর (অফিসিয়াল প্রসিডিউর)- ১টি পদ
যোগ্যতা: অফিসিয়াল প্রসিডিউর/অফিস অ্যাডমিনিস্ট্রেশনে ন্যূনতম স্নাতকোত্তর ডিপ্লোমা-সহ বিবিএ ডিগ্রি থাকতে হবে।
অফিস প্রসিডিউর, ফিলিং সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদিতে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা।
বেতন- প্রতি মাসে ২৮০০০ টাকা
কাজের সময়কাল: ১১ মাস।
advertisement
ভোকেশনাল ইনস্ট্রাক্টর (ওরিয়েন্টেশন এবং মবিলিটি)- ১টি পদ
যোগ্যতা: একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী, ও অ্যান্ড এম-এ ব্যাচেলর ডিগ্রি বা ডিপ্লোমা, ও অ্যান্ড এম-এ ট্রেনিং দেওয়ার ৩ বছরের অভিজ্ঞতা।
অফিস প্রসিডিউর, ফিলিং সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদিতে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা।
বেতন- প্রতি মাসে ২৮০০০ টাকা
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থা: | ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এমপাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ভিজ্যুয়াল ডিজএবিলিটিজ, চেন্নাই |
পদের নাম: | ভোকেশনাল ইনস্ট্রাক্টর |
শূন্যপদের সংখ্যা: | ৪ |
কাজের স্থান: | চেন্নাই |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অফলাইন |
আবেদনের শেষ তারিখ: | বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ২১ দিনের মধ্যে |
এনআইইপিভিডি ভোকেশনাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট ২০২২: | বিশেষ ঘোষণা |
advertisement
এই নির্বাচনটি সম্পূর্ণরূপে অস্থায়ী ভিত্তিতে এবং শুধুমাত্র শূন্যপদের জন্য উল্লিখিত সময়ে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে কোন নোটিশ ছাড়াই উল্লিখিত সময়ের পরে প্রতিষ্ঠান নিয়োগ বন্ধ করে দিতে পারে। পুনর্বীকরণের জন্য পরবর্তী কোনও প্রকল্প বা অন্য যোগ্যতা সম্পন্ন কর্মীর দরকার হতে পারে। তাই কর্তৃপক্ষ কোনও ভাবেই এই পরবর্তী নির্বাচনের দায়ভার গ্রহণ করবে না। যে সকল প্রার্থীরা এই ইনস্টিটিউটের বিজ্ঞাপন নং ৫-২/২০২২-০০০২ অনুযায়ী ২৫ এপ্রিল ২০২২ তারিখে দেওয়া বিজ্ঞাপনের মাধ্যমে উপরোক্ত পদগুলির জন্য আবেদন করেছিলেন তাদের আবেদনপত্র বাতিল করা হয়েছে।
প্রার্থীদের আবেদনের সময় আবেদনপত্রের সঙ্গে একটি ৫০০ টাকার ডিমান্ড ড্রাফট দেহরাদুনে কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। প্রতিষ্ঠানের তরফে আবেদনপত্রের সঙ্গে ডিমান্ড ড্রাফট না থাকলে আবেদনপত্র গ্রহণ করা হবে না।
প্রতিষ্ঠানের তরফে প্রার্থীদের উদ্দেশে বিশেষ ভাবে জানানো হয়েছে যে, ইমেলের মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না। অন্যদিকে দেরি/অসম্পূর্ণ আবেদনপত্র বা শেষ নির্ধারিত তারিখের পরে বা অন্য যে কোনও কারণে অসম্পূর্ণ আবেদনপত্র প্রত্যাখ্যান করা হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এই ওয়েবসাইটের http://nivh.gov.in/images/rcchennai_oct2022.pdf করে জানতে পারেন।
Location :
First Published :
October 07, 2022 6:44 PM IST