Central government job: লক্ষ টাকার মাইনের কেন্দ্র সরকারি চাকরি, এখনই আবেদন করুন
- Published by:Ankita Tripathi
Last Updated:
কেন্দ্রীয় সরকারি সংস্থা CADC-তে প্রোজেক্ট অ্যাসোসিয়েট, প্রোজেক্ট ইঞ্জিনিয়ার, মার্কেটিং এগজিকিউটিভ, প্রোজেক্ট ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার-সহ বিভিন্ন পদে ৫৭০ জন কর্মী নিয়োগ করা হবে৷
নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি সংস্থা সেন্টার ফর ডেভলপমেন্ট অফ অ্যাডভান্স (CADC) কম্পিউটিংয়ে কর্মী নিয়োগ করা হবে৷ সারা দেশে এই কেন্দ্রীয় সংস্থাটির সারা দেশে বিভিন্ন কেন্দ্রগুলিতে প্রোজেক্ট অ্যাসোসিয়েট, প্রোজেক্ট ইঞ্জিনিয়ার, মার্কেটিং এগজিকিউটিভ, প্রোজেক্ট ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার-সহ বিভিন্ন পদে ৫৭০ জন কর্মী নিয়োগ করা হবে৷
CADC চাকরি সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য
শূন্যপদের সংখ্যা
advertisement
মোট শূন্যপদের সংখ্যা ৫৭০ টি৷ এর মধ্যে রয়েছে প্রোজেক্ট অ্যাসোসিয়েট, প্রোজেক্ট ইঞ্জিনিয়ার, মার্কেটিং এগজিকিউটিভ, প্রোজেক্ট ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার, সিনিয়র প্রোজেক্ট ইঞ্জিনিয়ারের মতো আরও বিভিন্ন পদ
বয়সসীমা কত হতে হবে?
প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদের জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর৷ প্রোজেক্ট ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার পদে সর্বোচ্চ বয়স হতে হবে ৫০ বছর৷ প্রোজেক্ট ইঞ্জিনিয়ার, মার্কেটিং এগজিকিউটিভ পদে সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর৷ সিনিয়র প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর ৷
advertisement
শিক্ষাগত যোগ্যতা কত থাকা দরকার?
আবেদনকারীকে কোনও সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE/B.tech/ME/M.tech- করতে হবে৷ এছাড়াও পিএইচডি করা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷
বেতন
বিভিন্ন পদের ক্ষেত্রে বেতন আলাদা আলাদা হবে৷ প্রোজেক্ট ম্যানেজার পদের জন্য সর্বোচ্চ ২২.৯ লক্ষ টাকা, আবার প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদের জন্য বেতন ৩.৬ লক্ষ টাকা৷ সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য সর্বোচ্চ বেতন ১৪ লক্ষ টাকা৷
advertisement
কীভাবে নির্বাচন করবেন?
আবেদন করার জন্য প্রার্থীদের কোনও ফি দিতে হবে না৷ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা যাবে৷
আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি৷
advertisement
আবেদন এবং আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নিচের ওয়েবসাইটে ক্লিক করুন
CADC অফিসিয়াল ওয়েবসাইট
এক নজরে দেখে নেওয়া যাক এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য
শূন্যপদের সংখ্যা | মোট শূন্যপদের সংখ্যা- ৫৭০ |
বয়সসীমা | প্রোজেক্ট অ্যাসোসিয়েট- সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর প্রোজেক্ট ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার-সর্বোচ্চ বয়স হতে হবে ৫০ বছর প্রোজেক্ট ইঞ্জিনিয়ার, মার্কেটিং এগজিকিউটিভ- সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর সিনিয়র প্রোজেক্ট ইঞ্জিনিয়ার- সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর |
শিক্ষাগত যোগ্যতা | আবেদনকারীকে কোনও সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BE/B.Tech/ME/M.Tech- করতে হবে৷ এছাড়াও পিএইচডি করা থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন |
বেতন | প্রোজেক্ট ম্যানেজার পদের জন্য সর্বোচ্চ বেতন-২২.৯ লক্ষ টাকা প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদের জন্য বেতন- ৩.৬ লক্ষ টাকা সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য সর্বোচ্চ বেতন- ১৪ লক্ষ টাকা |
নির্বাচন প্রক্রিয়া | লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা যাবে |
আবেদনের শেষ তারিখ | আবেদনের শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি |
Location :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2023 3:20 PM IST