NCERT Recruitment 2023: মাসিক ২৫৩০০০ টাকা বেতনে কেন্দ্রীয় সরকারি চাকরি, আজই আবেদন করুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
NCERT Recruitment 2023: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ১১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
নয়াদিল্লি: সম্প্রতি এনসিইআরটি-র তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জুনিয়র প্রজেক্ট ফেলো পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা এনসিইআরটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
এনসিইআরটি রিক্রুটমেন্ট ২০২৩: ইন্টারভিউয়ের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে।
advertisement
আগ্রহী প্রার্থীরা ইন্টারভিউ দিতে উপস্থিত হতে পারেন। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এই ঠিকানায়, ‘Conference Room, 1st Floor, DESM, Janaki Anmal Khand, DESM, NCERT, Sri Aurobindo Marg, New Delhi-110016’।
এই সংক্রান্ত বিষয়ে কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
এনসিইআরটি রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ১১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: চাকরি দেওয়ার নামে তোলা লক্ষ লক্ষ টাকা ফেরাচ্ছেন ইনি, কীভাবে ফেরত? ঘটনা শুনে সকলের চোখ কপালে
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | এনসিইআরটি |
পদের নাম: | জুনিয়র প্রজেক্ট ফেলো |
শূন্যপদের সংখ্যা: | ১১ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বিশদ দেখুন |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | ইন্টারভিউ |
ইন্টারভিউয়ের তারিখ: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
advertisement
এনসিইআরটি রিক্রুটমেন্ট ২০২৩: মেয়াদকাল
প্রার্থীদের আগামী ৩১ মার্চ, ২০২৪ তারিখ পর্যন্ত অ্যাপয়েন্ট করা হবে।
এনসিইআরটি রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়সসীমা ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে এসসি এবং এসটি ক্যাটাগরির প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় ৫ বছরের এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় ৩ বছরের ছাড় দেওয়া হবে।
advertisement
এনসিইআরটি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
প্রজেক্ট- ডেভেলপমেন্ট অফ লার্নিং আউটকাম বেসড অ্যাক্টিভিটিজ ইন বায়োলজি
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের কেমিস্ট্রিতে ৫৫% নম্বর সহ (এসসি/ এসটি/ পিএইচ ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৫০% নম্বর) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
এছাড়াও এডুকেশনে ডিপ্লোমা বা ডিগ্রি প্রাপ্ত, কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজের অভিজ্ঞতা ও ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণদের ও সম্পর্কিত ফিল্ডে ৬ মাসের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
advertisement
প্রজেক্ট- সেন্টার ফর পপুলারাইজেশন অফ সায়েন্স
বটানি/ এগ্রিকালচার বটানি/ বায়োটেকনোলজি লাইফ সায়েন্স/ এনভায়রনমেন্টাল সায়েন্স ইত্যাদিতে ৫৫% নম্বর সহ (এসসি/ এসটি/ পিএইচ ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৫০% নম্বর) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
এছাড়াও এডুকেশনে ডিপ্লোমা বা ডিগ্রি প্রাপ্ত, কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজের অভিজ্ঞতা ও ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণদের ও সম্পর্কিত ফিল্ডে ৬ মাসের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
advertisement
এনসিইআরটি রিক্রুটমেন্ট ২০২৩: বেতন
view commentsমাসিক ২৫০০০ টাকা। নেট উত্তীর্ণদের জন্য মাসিক বেতন ২৫৩০০০ টাকা এবং নন-নেট প্রার্থীদের জন্য ২৩০০০ টাকা।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2023 6:12 PM IST