NABARD Recruitment 2022: ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে কাজের সুযোগ, জানুন
- Published by:Teesta Barman
Last Updated:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৭ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অফলাইন আবেদন করতে হবে।
সম্প্রতি ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফে এক বিজ্ঞপ্তি জারি চুক্তির ভিত্তিতে ব্যাঙ্কের মেডিকেল অফিসার পদে নিয়োগের জন্য আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
এনএবিআরডি রিক্রুটমেন্ট ২০২২: গুরুত্বপূর্ণ তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৭ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ অফিসিয়াল নোটিশের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন।
এনএবিআরডি রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা: | ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট |
পদের নাম | মেডিকেল অফিসার |
শূন্যপদের সংখ্যা | ১ |
কাজের স্থান | ওড়িশা |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৭-১০-২০২২ |
advertisement
এনএবিআরডি রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
ভারতীয় মেডিকেল কাউন্সিল কর্তৃক স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে অ্যালোপ্যাথি মেডিসিনে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।
জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
প্রার্থীদের মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে যে কোনও হাসপাতাল বা ক্লিনিকে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়াও আবেদনকারীদের নিজস্ব ডিসপেনসারি থাকতে হবে, অথবা ডিসপেনসারির অবস্থান ব্যাঙ্কের ডিসপেনসারি থেকে ৩-৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে হতে হবে।
advertisement
এনএবিআরডি রিক্রুটমেন্ট ২০২২: চুক্তির মেয়াদ
৫ বছরের জন্য চুক্তি করা হবে, প্রার্থীরা নিজেদের ৭০ বছর বয়স পর্যন্ত সময়সীমা বৃদ্ধির মাধ্যমে চুক্তিতে আবদ্ধ থাকতে পারবেন। প্রার্থীদের ওড়িশার রিজিওনাল অফিস, ভুবনেশ্বরে নিয়োগ করা হবে।
এনএবিআরডি রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের ওড়িশার রিজিওনাল অফিসে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে। ইন্টারভিউয়ের জন্য ডাকা প্রার্থীদের সংখ্যা সীমিত করার জন্য ব্যাঙ্ক নির্বাচনের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারে। এ ব্যাপারে ব্যাঙ্কের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
advertisement
এনএবিআরডি রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘CHIEF GENERAL MANAGER, NATIONAL BANK FOR AGRICULTURE AND RURAL DEVELOPMENT, ODISHA REGIONAL OFFICE, ANKUR – 2/1, NAYAPALLI, CIVIC CENTRE, BHUBANESWAR – 751015’। এনভেলাপের ওপরে ‘APPLICATION FOR THE POST OF BMO ON CONTRACT BASIS’ উল্লেখ করে দিতে হবে।
Location :
First Published :
October 15, 2022 4:54 PM IST