NALCO Recruitment 2022|| ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডে ১৮৯ পদে নিয়োগ, আপনি কি আবেদনের যোগ্য? জানুন
- Published by:Shubhagata Dey
Last Updated:
NALCO Recruitment 2022 : প্রার্থীদের আগামী ১১ সেপ্টেম্বর, ২০২২ (রবিবার) বিকাল ৪টে বেজে ৩০ মিনিটের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#কলকাতা: সম্প্রতি ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডের (National Aluminium Company Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি (GETs) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন শুরু হবে ১১ অগাস্ট (বৃহস্পতিবার) সকাল ১১টা বেজে ৩০ মিনিট থেকে। প্রার্থীদের আগামী ১১ সেপ্টেম্বর, ২০২২ (রবিবার) বিকাল ৪টে বেজে ৩০ মিনিটের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: বর্ডার সিকিউরিটি ফোর্সে ৩২৩ পদে নিয়োগ! কীভাবে আবেদন করবেন?
শূন্যপদের ও সংখ্যা বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ১৮৯টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদ | সংখ্যা |
মেকানিক্যাল | ৫৮ |
ইলেকট্রিক্যাল | ৪১ |
ইন্সট্রুমেন্টেশন | ৩২ |
মেটালার্জি | ১৪ |
কেমিক্যাল | ১৪ |
কেমিস্ট্রি | ১৩ |
মাইনিং | ১০ |
সিভিল | ৭ |
advertisement
বিজ্ঞাপিত শূন্যপদগুলির মধ্যে ৮টি শূন্যপদ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড (National Aluminium Company Limited) |
পদের নাম | গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি |
শূন্যপদের সংখ্যা | ১৮৯ |
কাজের স্থান | বিশদ দেখুন |
কাজের ধরন | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু | ১১.০৮.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১১.০৯.২০২২ |
advertisement
বয়সসীমা:
প্রার্থীদের বয়স ৩০ বছরের বেশি হওয়া উচিত নয়।
আরও পড়ুন: অগ্নিবীর প্রকল্পে মহিলা প্রার্থীদের রেজিস্ট্রেশন শুরু হল, জানুন বিস্তারিত
নির্বাচন পদ্ধতি:
গেট ২০২২-এ প্রাপ্ত নম্বর এবং ব্যক্তিগত ইন্টারভিউতে পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রার্থীদের চূড়ান্ত ভাবে নির্বাচন করা হবে। গেটের স্কোর এবং ইন্টারভিউতে যথাক্রমে ৯০ ও ১০ এই অনুপাতে নম্বর দেওয়া হবে।
advertisement
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে nalcoindia.com যেতে হবে।
এরপর Apply Now অপশনে ক্লিক করে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে।
প্রার্থীদের অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রয়োজনীয় ফি প্রদান করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করতে হবে। প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
Location :
First Published :
August 12, 2022 6:12 PM IST