Ministry of Railways Recruitment 2023: বিরাট সুযোগ! রেলে গ্রুপ-ডি পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন জেনে নিন
Last Updated:
Ministry of Railways Recruitment 2023: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে অফলাইন আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৩ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
সম্প্রতি রেল মন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে দক্ষ ক্রীড়াবিদদের কাছ থেকে গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চেয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে বিশদে জানতে প্রার্থীরা ভারতীয় রেল মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে অফলাইন আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৩ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
ফুটবল (পুরুষ):
· ফরওয়ার্ড— ১টি
· সেন্টার মিড ফিল্ডার— ১টি
· সেন্টার ব্যাক— ১টি
বডি বিল্ডিং (পুরুষ):
advertisement
· ৬০ কেজি— ১টি
· ৮৫ কেজি— ১টি
কবাডি (পুরুষ):
· লেফট কর্নার— ১টি
· অলরাউন্ডার— ১টি
· রাইডার— ১টি
হকি (পুরুষ):
· গোলরক্ষক— ১টি
ক্রিকেট (পুরুষ):
· স্পিনার— ১টি
· মিড পেস— ১টি
· ব্যাটার— ১টি
ভারোত্তোলন (পুরুষ):
· ৫৫ কেজি— ১টি
· ৬১ কেজি— ১টি
· ৮১ কেজি— ১টি
advertisement
বেতন
উপরোক্ত পদগুলির জন্য নির্বাচিতরা বেতন স্তর-১ এর ভিত্তিতে বেতন পাবেন।
সংস্থা | ভারতীয় রেল |
পদের নাম | গ্রুপ-ডি |
শূন্যপদের সংখ্যা | ১৫ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৩.০৩.২০২৩ |
advertisement
যোগ্যতা
এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম যোগ্যতা ১০ উত্তীর্ণ বা সমতুল্য আইটিআই বা এসিভিটি দ্বারা প্রদত্ত জাতীয় এনএসি থাকা প্রয়োজন।
বয়সসীমা
যোগ্য প্রার্থীদের বয়স ১ জুলাই ২০২৩ তারিখের মধ্যে ১৮ থেকে ২৫ বছর হতে হবে।
নির্বাচন পদ্ধতি
ট্রায়াল এবং সাক্ষাৎকারে প্রার্থীর পারফরমেন্সের উপর ভিত্তি করে বাছাই করা হবে। তার আগে সকল নথি যাচাই করা হবে।
advertisement
আবেদন ফি
আবেদনকারীদের FA&CAO/ICF, চেন্নাই— এই নামে ডিমান্ড ড্রাফট বা ভারতীয় পোস্টার অর্ডারে নির্ধারিত ফি প্রদান করতে হবে।
ফি ছাড়ের বিভাগগুলি ব্যতীত সকল প্রার্থীর জন্য ৫০০টাকা ফি ধার্য করা হয়েছে।
এসসি/এসটি/এক্স-সার্ভিসমেন/পিডব্লুবিডি, মহিলা, সংখ্যালঘু এবং অর্থনৈতিক অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য ২৫০ টাকা ধার্য করা হয়েছে।
advertisement
আবেদন প্রক্রিয়া
যথাযথ ভাবে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে শংসাপত্রের স্ব-প্রত্যয়িত নকল ও একটি সাম্প্রতিক পাসপোর্ট-আকারের ছবি পাঠাতে হবে। যদি একজন প্রার্থী একাধিক ক্রীড়া বিভাগের জন্য আবেদন করেন, তাহলে পৃথক আবেদন হিসেবে, পৃথক ডিডি বা আইপিও-সহ জমা দিতে হবে। খামের উপরে বিভাগ উল্লেখ করে দিতে হবে।
advertisement
আবেদন পাঠানোর ঠিকানা:
ASSISTANT PERSONNEL OFFICER/RECRUITMENT, INTEGRAL COACH FACTORY, CHENNAI – 600 038
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2023/02/Ministry-of-Railway-Recruitment-2023-1.pdf ক্লিক করতে পারেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2023 3:13 PM IST