সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট পদে ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
মিনিস্ট্রি অফ জল শক্তি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ০১.০৬.২০২৩ তারিখের পূর্বে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://upsconline.nic.in/ora/Detail.php?post=MTkwNQO2A7KHL6CUJCPXKKQXNIAI1XGSFMYSIXLCWCAI9VAAD5Z3AQDC&case=MjIxMQS3ZCULCCSH9PN1GIK5AJICYKFMKAXC7IAAAID6XOLQ2XQXVANW&id=MQKJ6XAUNA1KA5QS3SCZQCCIW7CAI9XNOXPDXGLLK2MAVYAHCFID ক্লিক করতে পারেন।
মিনিস্ট্রি অফ জল শক্তি রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট |
শূন্যপদের সংখ্যা | ৩ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০১.০৬.২০২৩ |
মিনিস্ট্রি অফ জল শক্তি রিক্রুটমেন্ট ২০২৩: বেতন
সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (রিভাইজড পে) নিয়ম অনুযায়ী পে ম্যাট্রিক্সে লেভেল ৮ অনুযায়ী প্রার্থীদের বেতন দেওয়া হবে (৪৭৬০০ টাকা থেকে ১৫১১০০ টাকা)।
আরও পড়ুন: ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনে নিয়োগ! চাকরির জন্য বিশদ জানুন, আজই আবেদন করুন
মিনিস্ট্রি অফ জল শক্তি রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
আবেদনের শেষ তারিখ অনুযায়ী ইডব্লুএস প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। এছাড়াও ভারত সরকারের নির্দেশানুযায়ী বয়সসীমায় ছাড় দেওয়া হবে।
আরও পড়ুন: UPSC অধীনে নিয়োগের দারুণ সুযোগ! তাড়াতাড়ি আবেদন করুন
মিনিস্ট্রি অফ জল শক্তি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
যে কোনও যথাযথ ভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইন্সটিটিউট থেকে কেমিস্ট্রি/ অর্গানিক কেমিস্ট্রি/ ফিজিক্যাল কেমিস্ট্রি/ ইনঅর্গানিক কেমিস্ট্রি / অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি/ এগ্রিকালচারাল কেমিস্ট্রি এবং সয়েল সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত সংস্থা বা সরকারি সংস্থায় গ্রাউন্ড ওয়াটার অ্যানালাইসিস এবং গ্রাউন্ড ওয়াটার কেমিস্ট্রির কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
মিনিস্ট্রি অফ জল শক্তি রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের রিক্রুটমেন্ট টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে।
মিনিস্ট্রি অফ জল শক্তি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন ফি
ইডব্লুএস এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের ২৫ টাকা আবেদন ফি জমা করতে হবে। রিজার্ভড ক্যাটাগরি এবং মহিলা প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি প্রযোজ্য নয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Central govt jobs, Job News