Ministry of Home Affairs Recruitment 2022: স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বিপুল পদে নিয়োগ! কারা আবেদনের যোগ্য? জানুন
- Published by:Aryama Das
Last Updated:
Ministry of Home Affairs Recruitment 2022 : প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৬০ দিনের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।
সম্প্রতি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অধীনস্থ সশস্ত্র সীমা বলের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাডিশনাল জাজ অ্যাটর্নি জেনারেল, ডেপুটি জাজ অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৬০ দিনের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ১৪ নভেম্বর, ২০২২ তারিখের এমপ্লয়মেন্ট নিউজ পেপারে। অফলাইনে আবেদন করতে হবে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, সশস্ত্র সীমা বল |
পদের নাম: | অ্যাডিশনাল জাজ অ্যাটর্নি জেনারেল, ডেপুটি জাজ অ্যাটর্নি জেনারেল |
শূন্যপদের সংখ্যা: | ৭ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | ১৪.১১.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অফলাইন |
আবেদনের শেষ তারিখ: | বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৬০ দিনের মধ্যে |
advertisement
আবেদনের যোগ্যতা:
অ্যাডিশনাল জাজ অ্যাটর্নি জেনারেল- কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল বা কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে অফিসার পদে কর্মরত প্রার্থীরা যাঁদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ল বিষয়ে ডিগ্রি রয়েছে বা সমতুল্য কোনও ডিগ্রি রয়েছে তাঁরা আবেদনের যোগ্য।
advertisement
এছাড়াও যে প্রার্থীদের প্যারেন্ট ক্যাডার বা বিভাগে রেগুলার বেসিসে পে ম্যাট্রিক্সের লেভেল-১৩ বা সমতুল্য বেতন রয়েছে এবং যাঁদের আইনি বিষয়ে পনেরো বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁরা আবেদনের যোগ্য।
পে ম্যাট্রিক্সের লেভেল-১২ এবং পাঁচ বছরের রেগুলার বেসিসে চাকরি করছেন এমন প্রার্থীরা যাঁদের আইনি বিষয়ে পনেরো বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁরা আবেদনের যোগ্য।
পে ম্যাট্রিক্সের লেভেল-১১ এবং পাঁচ বছরের রেগুলার বেসিসে চাকরি করছেন এমন প্রার্থীরা যাঁদের আইনি বিষয়ে পনেরো বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁরা আবেদনের যোগ্য।
advertisement
স্টেট জুডিসিয়াল সার্ভিসের সদস্য এমন প্রার্থীরা যাঁদের পে লেভেল-১৩ এবং যাঁদের আইনি বিষয়ে পনেরো বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁরা আবেদনের যোগ্য।
এক্স সার্ভিসম্যান ডেপুটেশন/ রি-এমপ্লয়মেন্ট
কর্নেল বা লেফটেন্যান্ট কর্নেল পদাধিকারী অফিসাররা যাঁদের অবসরের কারণে বা যাঁদের এক বছরের মধ্যে রিজার্ভের জন্য ট্রান্সফার করা হবে তাঁরাও আবেদনের যোগ্য। এই সকল পদে কর্মরত অফিসারদের সশস্ত্র বাহিনী থেকে রিলিজ করার তারিখ পর্যন্ত ডেপুটেশন দেওয়া হবে। তারপরে তাঁরা পুনরায় কর্মসংস্থানে ফিরে যেতে পারবেন।
advertisement
ডেপুটি জজ অ্যাটর্নি জেনারেল (ডেপুটি কমান্ডেন্ড)- কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল বা কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে অফিসার পদে কর্মরত প্রার্থীরা যাঁদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ল বিষয়ে ডিগ্রি রয়েছে বা সমতুল্য কোনও ডিগ্রি রয়েছে তাঁরা আবেদনের যোগ্য।
এছাড়াও প্রার্থীরা যাঁরা প্যারেন্ট ক্যাডার বা বিভাগে রেগুলার বেসিসে পে ম্যাট্রিক্সের লেভেল-১১-এ বেতন গ্রহণ করেন তাঁরা আবেদনের যোগ্য।
advertisement
স্টেট জুডিসিয়াল সার্ভিসের সদস্য এমন প্রার্থীরা যাঁরা রেগুলার বেসিসে পে ম্যাট্রিক্সের লেভেল-১১-এ বেতন গ্রহণ করেন এবং যাঁদের আইনি বিষয়ে ছয় বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁরা আবেদনের যোগ্য।
অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বা যাঁরা ছয় বছর ধরে নিয়মিত বিভাগে চাকরি করছেন ও পে ম্যাট্রিক্স লেভেল-১০ অনুযায়ী বেতন গ্রহণ করেন এবং যাঁদের আইনি বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁরা আবেদনের যোগ্য।
এক্স সার্ভিসম্যান ডেপুটেশন/ রি-এমপ্লয়মেন্ট
সেনা বাহিনী/নৌ বাহিনী বা বিমান বাহিনীতে কর্মরত জজ অ্যাডভোকেট জেনারেল ডিপার্টমেন্টে মেজর বা সমমানের পদে অবসরপ্রাপ্ত বা অবসর পাবেন এমন কর্মকর্তারা ডেপুটেশন বা রি-এমপ্লয়মেন্টের শর্ত দ্বারা আবেদন করতে পাবেন।
বেতন:
মাসিক বেতন ১২৩১০০ টাকা-২১৫৯০০ টাকা।
বয়সসীমা:
সর্বোচ্চ বয়সসীমা ৫৬ বছর।
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের আবেদনপত্র ও অন্যান্য প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সহ আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়, ‘Directorate General, Sashsastra Seema Bal, East Block-V, R K Puram, New Delhi-110066’।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
Location :
First Published :
November 18, 2022 3:32 PM IST