CCI Recruitment 2022 : কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ায় বিপুল নিয়োগ! আবেদন করুন এখনই
Last Updated:
প্রার্থীদের আগামী ১৬ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
সম্প্রতি কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে প্রফেশনাল স্টাফ ও সাপোর্ট স্টাফ পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৬ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ৩৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
প্রফেশনাল স্টাফ- ডিরেক্টর (ল), জয়েন্ট ডিরেক্টর (ইকো)/ (ল), ডেপুটি ডিরেক্টর (ল)/ (ইকো)/ এফএ
সাপোর্ট স্টাফ- ডেপুটি ডিরেক্টর (আইটি), অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (আইটি)/ (এফ এবং এ), অফিস ম্যানেজার (সিএস), প্রাইভেট সেক্রেটারি
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
| সংস্থা: | কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া |
| পদের নাম: | প্রফেশনাল স্টাফ ও সাপোর্ট স্টাফ |
| শূন্যপদের সংখ্যা: | ৩৫ |
| কাজের স্থান: | বিশদ দেখুন |
| নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
| আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
| শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
| বেতনক্রম: | বিশদ দেখুন |
| আবেদন পদ্ধতি: | বিশদ দেখুন |
| আবেদনের শেষ তারিখ: | ১৬.১২.২০২২ |
advertisement
বেতন:
সর্বোচ্চ পে স্কেল মাসিক ১৩১১০০- ২১৬৬০০ টাকা
আবেদনের যোগ্যতা:
ডিরেক্টর (ল)
অল ইন্ডিয়া সার্ভিস এবং সেন্ট্রাল সার্ভিস গ্রুপ এ বা ইন্ডিয়ান ল সার্ভিস বা ইন্ডিয়ান কম্পানি ল সার্ভিস বা অটোনমাস অর্গানাইজেশন বা জুডিসিয়াল ইনস্টিটিউট থেকে ব্যাচেলর ডিগ্রি প্রাপ্তরা আবেদনের যোগ্য।
advertisement
জয়েন্ট ডিরেক্টর (ইকো)/ (ল)
অল ইন্ডিয়া সার্ভিসেস বা সেন্ট্রাল সিভিল সার্ভিসেস গ্রুপ এ বা ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস বা অ্যাকাডেমিক বা গবেষণা প্রতিষ্ঠান বা অটোনমাস অর্গানাইজেশনের অফিসাররা আবেদনের যোগ্য।
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের ক্যাডার ক্লিয়ারেন্স, ভিজিল্যান্স ক্লিয়ারেন্স, এপিএআর সহ নির্ধারিত প্রো-ফর্মায় আবেদনপত্র পাঠাতে হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
view commentsLocation :
First Published :
November 18, 2022 3:02 PM IST

