Madhyamik 2023: মাধ্যমিকের অ্যাডমিট কবে থেকে দেওয়া হবে? জরুরি তথ্য দিল মধ্য শিক্ষা পর্ষদ

Last Updated:

Madhyamik 2023: ১৩ ফেব্রুয়ারি থেকে বোর্ডের ক্যাম্প অফিস গুলো তে পাঠানো হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুল থেকে ছাত্র ছাত্রীরা পাবেন অ্যাডমিট কার্ড।

মাধ্যমিকের অ্যাডমিট কবে থেকে দেওয়া হবে?
মাধ্যমিকের অ্যাডমিট কবে থেকে দেওয়া হবে?
কলকাতা: মাধ্যমিক পরীক্ষা নিয়ে জরুরি ঘোষণা করল মধ্য শিক্ষা পর্ষদ। মূলত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে তা নিয়েই মঙ্গলবার জরুরি নির্দেশিকা দিল পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের তরফে দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে আগামী ১৩ ই ফেব্রুয়ারি থেকে পর্ষদের ক্যাম্প অফিসগুলোতে অ্যাডমিট কার্ড পাঠানো হবে। পাশাপাশি ছাত্র ছাত্রীরা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুল থেকে অ্যাডমিট পাবেন। পর্ষদের তরফে দেওয়া নির্দেশিকায় আরও জানানো হয়েছে অ্যাডমিট কার্ড নিয়ে কোনও অভিযোগ থাকলে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্য পর্ষদকে জানাতে হবে। তারপর কোনও অভিযোগ নেওয়া হবে না।
প্রসঙ্গত আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। অন্যদিকে  মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তায় এবার একাধিক ব্যবস্থা নিচ্ছে পর্ষদ। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি বসানোর পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর হলেও কড়া পদক্ষেপ নেবে পর্ষদ। তাই ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রগুলিকে এবং স্কুলগুলিকে চিঠি দিয়ে জানিয়েছে পর্ষদ। আর এবার পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারির জন্য নয়া অ্যাপ নিয়ে আসছে পর্ষদ। মূলত পরীক্ষা কেন্দ্রগুলির উপর নজরদারি করা হবে এই অ্যাপের মাধ্যমে। তবে কী ভাবে এই অ্যাপ-এর মাধ্যমে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি পরিচালনা করবে তার জন্য বিশেষ প্রশিক্ষণ দেবে মধ্যশিক্ষা পর্ষদ। এই মর্মে ইতিমধ্যেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের একটি চিঠি দিয়েছে পর্ষদ। মূলত মধ্যশিক্ষা পর্ষদের দফতরে বসেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলির উপর নজরদারি করা যাবে এই অ্যাপের মাধ্যমে।
advertisement
advertisement
অ্যাপ নিয়ে আসছে পর্ষদ। মূলত পরীক্ষা কেন্দ্রগুলির উপর নজরদারি করা হবে এই অ্যাপের মাধ্যমে। তবে কী ভাবে এই অ্যাপ-এর মাধ্যমে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি পরিচালনা করবে তার জন্য বিশেষ প্রশিক্ষণ দেবে মধ্যশিক্ষা পর্ষদ। এই মর্মে ইতিমধ্যেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের একটি চিঠি দিয়েছে পর্ষদ। মূলত মধ্যশিক্ষা পর্ষদের দফতরে বসেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলির উপর নজরদারি করা যাবে এই অ্যাপের মাধ্যমে।
advertisement
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে যাঁরা থাকবেন তাঁরা নিজেদের মোবাইলে এই অ্যাপটি ডাউনলোড করে যাবতীয় তথ্য সরাসরি পর্ষদ কর্তাদের জানাতে পারবেন। এর ফলে পর্ষদ সহজেই বিভিন্ন জেলার প্রান্তিক এলাকায় থাকা স্কুল গুলি তে ঘটতে থাকে যে কোন ঘটনা সহজে এবং দ্রুত জানতে পারবে। পর্ষদের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা আঞ্চলিক আধিকারিক, জেলার আহ্বায়ক, সেন্টার সেক্রেটারি, এবং ভেনু সুপারভাইজারদের জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
advertisement
আগামী ১২ ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্সেরর মাধ্যমে এই অ্যাপটির বিষয়ে বিস্তারিত বোঝানো হবে এই চার ধরনের আধিকারিকদের। ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি অ্যাপটি পরিচালন সংক্রান্ত যাবতীয় বিষয় হাতে-কলমে শেখানো হবে আধিকারিকদের। পর্ষদের আধিকারিকদের ধারণা টোকাটুকির মতো ঘটনা ঘটলে এই অ্যাপের মাধ্যমে সরাসরি তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তবে পরীক্ষার দিনে যাতে এই অ্যাপটি সচল থাকে সেই বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে পর্ষদ। ইতিমধ্যেই পর্ষদের তরফে কয়েক দফা গাইডলাইন পরীক্ষা কেন্দ্র ও স্কুলগুলিকে পাঠানো হয়েছে। সূত্রের খবর শীঘ্রই নবান্নের সঙ্গেও মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বৈঠকে বসতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Madhyamik 2023: মাধ্যমিকের অ্যাডমিট কবে থেকে দেওয়া হবে? জরুরি তথ্য দিল মধ্য শিক্ষা পর্ষদ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement