হোম /খবর /শিক্ষা /
'লন্ডনে বাড়ি হলে আমার যেন...'! আদালতে মুখ খুললেন ইডির হাতে ধৃত মানিক ভট্টাচাৰ্য 

Manik Bhattyacharya: 'লন্ডনে বাড়ি হলে আমার যেন...'! আদালতে মুখ খুললেন ইডির হাতে ধৃত মানিক ভট্টাচাৰ্য 

মুখ খুললেন মানিক ভট্টাচাৰ্য 

মুখ খুললেন মানিক ভট্টাচাৰ্য 

Manik Bhattyacharya: শাসক দলের বিধায়ক, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি বলে মানিক ভট্টাচার্যকে নিয়ে দাবি ইডির। সেই দাবিকে হাতিয়ার করে মানিকের আইনজীবীর পাল্টা দাবি, শাসক দলের বলেই কি জামিনের বিরোধিতা ইডির?

  • Share this:

কলকাতা: "লন্ডনে আমার বাড়ি নেই। বাড়ি থাকলে আমাকে যেন ফাঁসি দেওয়া হয়। আমার দুটো পাসপোর্টও নেই। " তীব্র ক্ষোভ প্রকাশ করে ক্যামেরার সামনে জানালেন মানিক ভট্টাচাৰ্য। মানিক ভট্টাচাৰ্য ক্ষুব্ধ হয়ে কাঠগড়ায় বিস্ফোরক অভিযোগ করেন। এদিন নগর দায়রা আদালতে ইডির হাতে গ্রেফতার মানিক ভট্টাচাৰ্যর শুনানি ছিল। মানিকের আইনজীবী সঞ্জয় দাসগুপ্ত জামিনের আবেদন করেন। এর পর কিছুক্ষণের জন্য বিচারক  বাইরে গেলে মানিক ভট্টাচাৰ্য নিজেই কাঠগড়ায় নিজের আইনজীবীকে ডেকে ক্ষোভ প্রকাশ করেন।

মানিক ভট্টাচার্য এজলাসে বলেন, "আমার একটা পাসপোর্ট। সেটাই রিনিউ করেছি। আমার দুটো পাসপোর্ট নেই।  আমার দুটো পাসপোর্ট থাকলে  Govt অফ ইন্ডিয়া পাসপোর্ট যাঁরা দেন তাহলে ওদের দোষ দিতে হয়। ২০০৮ ( দুহাজার আট সালে ) সালে প্রথম পাসপোর্ট করি।  দ্বিতীয় রিনিউ  করি। প্রথম পাসপোর্টের নম্বর দ্বিতীয় পাসপোর্টে রয়েছে। সিবিআইকে ও ইডিকে বলেছি। আমার নাকি দুটো পাসপোর্ট সম্পূর্ণ ভুল তথ্য, আমার সোশ্যাল প্রেস্টিজ কোথায় যাচ্ছে?আমাকে ফাঁসি দেওয়া হোক  যদি লন্ডনে আমার বাড়ি থাকে। ইডি সব দেখেছে।"

আরও পড়ুন: 'কান্নাকাটি করে আমার....' 'গাইনোকোলজি প্রবলেম' নিয়ে আদালতে অর্পিতা! ভার্চুয়াল শুনানিতে 'বিস্ফোরক' পার্থও

"১৯৮৯  প্রথম যাদবপুরে ফ্ল্যাট কিনি।  যাদবপুরে ৬৬০ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। এর কুড়ি  বছর আরেকটা যাদবপুরে ফ্ল্যাট নিলাম ফ্যামিলি বাড়ার পর। আরেকটা বাড়ি নদীয়ায় আছে। আমার বাড়ি লন্ডনে? নদীয়া কি লন্ডন অধিগ্রহন করেছে? লন্ডনের মধ্যে নদীয়া? কিছু বলার নেই। আমার সম্মান কেউ ফেরত দেবে? আমার দুটো পাসপোর্ট কোথায়? সম্পূর্ণ ভুল তথ্য। আমি বাইরে থাকলে বলতে পারতাম কিন্তু আমি কাস্টডিতে সেক্ষেত্রে আমার আইনজীবী হয়ে বলুন আদালতে আমার দুটো পাসপোর্ট নেই। "

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Manik Bhattacharya, School Education, West Bengal Primary Teacher Recruitment