LIC ADO Result 2023: LIC ADO পরীক্ষার ফলাফল প্রকাশিত ! কীভাবে দেখবেন জেনে নিন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
গত ১২ মার্চ এলআইসি এডিও প্রিলিমস্ ২০২৩-এর পরীক্ষা হয়েছিল। এই পরীক্ষার মাধ্যমে অপারেটিং ডেভলেপমেন্ট অফিসার পদে মোট ৯৩৯৪ জন প্রার্থী নেওয়া হবে।
ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইসিওরেন্স কর্পোরেশনের এলআইসি এডিও (LIC ADO) পরীক্ষার আজ ফলাফল প্রকাশের দিন। আজ সোমবার, সপ্তাহের শুরুর দিনেই পরীক্ষার্থীদের অধীর অপেক্ষার অবসান হতে চলেছে। এলআইসি এডিও প্রিলিমসের ফলাফল ঘোষণা করা হবে। প্রিলিমসে উত্তীর্ণ হওয়ার পরই প্রার্থীরা মেইনস্ পরীক্ষাতে বসার সুযোগ পাবেন।
গত ১২ মার্চ এলআইসি এডিও প্রিলিমস্ ২০২৩-এর পরীক্ষা হয়েছিল। এই পরীক্ষার মাধ্যমে অপারেটিং ডেভলেপমেন্ট অফিসার পদে মোট ৯৩৯৪ জন প্রার্থী নেওয়া হবে।
কীভাবে দেখবেন রেজাল্ট?
advertisement
ধাপ ১: প্রথমে LIC-এর অফিসিয়াল ওয়েবসাইট licindia.in- ক্লিক করুন
ধাপ ২: হোমপেজে গিয়ে একেবারে নীচের কেরিয়ার ট্যাবে ক্লিক করুন
ধাপ ৩: এখন ‘Recruiment Of Apprentice Devlopment Officer 22-23’-এর লিঙ্কে ক্লিক করুন
advertisement
ধাপ ৪: সম্বন্ধিত ক্ষেত্রে ক্লিক করুন
ধাপ ৫: ফলাফলের পিডিএফ স্ক্রিনে দেখতে পাবেন
ধাপ ৬: এখন মেধা তালিকায় রোল নম্বর দেখে নিন
LIC ADO Result 2023: মেইমনস্ পরীক্ষার প্যাটার্ন
এলআইসি এডিও মেইনস্ পরীক্ষায় হবে আগামী ২৩ এপ্রিল। মেইনস্ বা মুখ্য পরীক্ষা ১৬০ নম্বরের হবে। উত্তরের জন্য ২ ঘন্টা সময় পাওয়া যাবে৷ পরীক্ষার্থীদের কাছে অনুরোধ তাঁরা যেন পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন ভাল করে দেখে নেন৷
advertisement
রিজনিং এবিলিটি অথবা নিউম্যারিক্যাল এবিলিটি- ৫০ নম্বর
সামান্য জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংরেজি ভাষা- ৫০ নম্বর
জীবন বিমা এবং ফিনান্সিয়াল মার্কেটিং অ্যাওয়ারনেস সঙ্গে লাইফ ইনসিওরেন্স এবং ফিনান্সিয়াল সেক্টর সম্বন্ধে সঠিক জ্ঞান থাকা আবশ্যিক৷ এ বিষয়ের জন্য বরাদ্দ নম্বর- ৬০ নম্বর
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2023 4:34 PM IST