Kolkata Municipal Corporation Recruitment: কলকাতা পুরসভায় প্রচুর পদে কর্মী নিয়োগ, বিস্তারিত জেনে এখনই আবেদন করুন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
প্রচুর পদে কর্মী নিয়োগ করা হবে কলকাতা পুরসভায়।এমনটাই জানা যাচ্ছে পুরসভার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে
প্রচুর পদে কর্মী নিয়োগ করা হবে কলকাতা পুরসভায়।এমনটাই জানা যাচ্ছে পুরসভার পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে। কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে? কিভাবে আবেদন করবেন? সবকিছু বিস্তারিতভাবে নিচে দেওয়া হল৷
রাজ্য সরকারের নগর উন্নয়ন ও মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স বিভাগের অনুমোদনের ভিত্তিতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
কোন কোন পদে কতজন কর্মী নিয়োগ হবে?
advertisement
পদের নাম | কর্মী সংখ্যা |
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার( সিভিল) | ৬৭ |
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার(ইলেকট্রিক্যাল) | ১০ |
অ্যাসিট্যান্ট অ্যানালিস্ট | ০৫ |
ডেপুটি অ্যানিলিস্ট( মাইক্রোবায়োলজি) | ০২ |
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার( মেকানিক্যাল) | ১০ |
advertisement
আবেদনের বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা ৪০ বছরের কম হতে হবে
আরও পড়ুন: কৃষি এবং কৃষি কল্যাণ মন্ত্রকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বেতন লক্ষাধিক! সবিস্তার জানতে পড়ুন!
বেতন পরিকাঠামো
বিভিন্ন পদে নিযুক্ত চাকরিপ্রার্থীরা ROPA 2019 এর সংশোধিত বেতন ম্যাট্রিক্স অনুযায়ী বেতন পাবেন
advertisement
আবেদনের ফি
আনরিসাভর্ড ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদনের জন্য ১৫০ টাকা ফি দিতে হবে, সঙ্গে প্রসেসিং চার্জ ৫০ টাকা, অর্থাৎ মোট ২০০ টাকা দিতে হবে৷ SC, S.T ও P.W.D প্রার্থীদের কেবলমাত্র প্রসেসিং চার্জ ৫০ টাকা দিতে হবে। অন্যান্য রাজ্যের SC/ST/OBC প্রার্থীদের জন্য ফি তে কোনও ছাড় নেই৷
অনলাইনে আবেদন শুরুর তারিখ
advertisement
আবেদন শুরু হবে ৩১ মার্চ ২০২৩ তারিখ থেকে
অনলাইনে ফি জমা ও আবেদনের শেষ তারিখ
৩০ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে জমা দিতে হবে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2023 6:44 PM IST